নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমজনতা

আমজনতার ব্লগ

সৌমেন্দ্র

এখনও তেমন কিছু করতে পারিনি, তাই লেখার কিছুই নাই।

সৌমেন্দ্র › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের গার্মেন্টসের অবস্থা এবং

১৭ ই মে, ২০১৩ দুপুর ১২:৫১

অনেক সময় খুব গর্ববোধ করতাম যখন ভাবতাম বিদেশে Made in Bangladesh দেখে গার্মেন্টস পণ্য কেনা হয়। আমরা যখন আলু-বেগুনও Made in Chaina লেখা দেখে কিনতে ব্যস্ত, তখন কেউ না কেউ আমাদের পণ্য গর্বেরে সাথে কেনে। GAAP, Walmart এর মত প্রতিষ্ঠান আমাদের ক্রেতা। কিন্তু এগুলো এখন শুধুই স্মৃতি। কারন ধারাবাহিক ভাবে চলতে থাকা গার্মেন্টস কারখানা দুর্ঘটনা এবং তার সাথে জড়িত ব্যক্তিদের সাজা না হওয়াতে বিদেশীরাও আমাদের পণ্য নিতে রাজি না। শুধু তাই নয় অনেক দোকানের সামনে, "There is nothing in this store made in Bangladesh" এর মত নোটিশ সেঁটে দেওয়া হয়েছে।

এটা আমাদের জন্য শুধু অপমানজনকই না গার্মেন্টস খাত ধ্বংসেরও পূর্বাভাস। বড় বড় ক্রেতারা আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, আমাদের বিকল্পও খুঁজছে। তাহলে যেসব রক্তচোষা গার্মেন্টস মালিকরা বেশি লাভের আশায় কর্মীদের ন্যায্য বেতন দেয়নি, কারখানার নিরাপত্তা নিশ্চিত করেনি তাদের পণ্য হয়তো গুলিস্তানের ফুটপাত ছাড়া আর কোথাও বিক্রি হবেনা। ইতিহাস বইতে পড়তে হবে এ শিল্পের কথা। অবশ্য এতে মালিক সমাজের কোন ক্ষতি হবে না কারন তারা যে সম্পদের পাহাড় গড়েছে তিন পুরুষেও শেষ করতে পারবেন কিনা সন্দেহ আছে। ক্ষতিটা গার্মেন্টসের শ্রমিকদের যারা দিন আনে দিন খায়। আর ক্ষতি দেশের রাজস্ব খাতের। প্রতি বছর একটা বিশাল অঙ্কের রাজস্ব আসে এই খাত থেকে। কিন্তু এত কিছু সত্ত্বেও আমাদের দেশ যারা চালায় মানে সরকার নিরব বলা চলে। কিছুদিন পরপর জ্বালাময়ী বক্তৃতা দিয়ে আশাবাদ দিয়েই যাচ্ছেন কাজের কাজ কিছু হচ্ছেনা। একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। বকেয়া বেতন না দিতে পারায় অনেক কারখানা এখন শ্রমিক আন্দোলনে উত্তপ্ত। কিন্তু সরকার কেন চুপ? কোন অদৃশ্য হাত তাদের মুখ বন্ধ করেছে? কিন্তু তাদেরও ভাবা উচিত গার্মেন্টস কর্মীরাও ভোটার। সামনে কিন্তু আপনাদের ভাগ্য নির্ধারণ করবে । আবার, বিরোধী দল তত্তাবধায়ক ইস্যু নিয়ে এত আন্দোলন করছেন তারা তারা কেন গার্মেন্টস শিল্প নিয়ে কিছু করছেন না। ক্ষমতায় গেলে ২০লক্ষ টাকা দিবেন বলেছেন তো এখন দিতে সমস্যা কোথায়? নাকি এখন দিলে নিজের যাবে? কিন্তু আপনাদের সময় অনেক দুর্ঘটনা হয়েছে কেউ কি পেয়েছে এই পরিমান টাকা???

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৩ দুপুর ১:৩৯

ঢাকাবাসী বলেছেন: এরা না কিনবেই কারন এরা ব্যাবসায়ী আর আমাদের গার্মেন্টস মালিকরা একেকটা অর্থলোভী দুর্নীতিবাজ, নৈতিকতাবিহীন আদর্শবিহীন নীচু স্তরের ব্যাবসায়ী যারা ইউরোপ আমেরিকাকে যেভাবেই হোক আস্বস্ত করবে, তবে শ্রমিকদের কোন লাভ হবেনা।

১৭ ই মে, ২০১৩ দুপুর ২:২১

সৌমেন্দ্র বলেছেন: এবার আর মনে হয় শেষ রক্ষা হবে না। কারন অনেক বড় প্রতিষ্ঠান মুখ ফিরিয়ে নিচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.