নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

নিস্তব্ধতা ভেংগে পাখি উড়ে

২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ২:৫৮

তুমি এলে না
এলে না
তুমি ছুঁলে না এক রত্তি
তুমি তাকালে আসমান আমি
ছুঁয়ে দিলে রাজপুত্র
উত্তাল সমুদ্দুর
স মু দ্দু র.... স মু দ্দু র... স মু দ্দু র...।

তুমি মেঘে ঢাকা দূরের তারা
গোলাপ জবা মালতি সন্ধ্যা
রাত জাগা কবিতা
চোখের নীচে কালি মন্দা।

তুমি বললে না
বললে না ভালোবাসি
তুমি চাইলে না কিছু
ছুঁলে না এক রত্তি
তুমি হাসলে
আমি খা খা রোদ্দুর
মাতাল দুপুর
দু পু র... দু পু র... দু পু র।

নিস্তব্ধতা ভেংগে পাখি উড়ে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৯

মিরোরডডল বলেছেন:




স্প্যানকড-এর প্রথম পোষ্ট আজ পড়লাম।
ভালো ছিলো লেখা এবং ছবি কিন্তু এটা কবিতা মনে হয়নি।
গান মনে হলো।

কি ভেবে লিখেছিলো গান না কবিতা?


২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২১

স্প্যানকড বলেছেন: একটা গান লেখার চেষ্টা ছিল। ধন্যবাদ এতো পিছনের পোস্ট পড়ার জন্য। ভালো থেকো :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.