নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

আরাম

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:৪৮

আমার ভেতর নদী আছে
তুমি এসো
এক আধটু ছুঁয়ে দ্যাখ
চাইলে স্নান ও সারতে পার৷

আমার ভেতর মেলা শব্দ
প্লেনের মতো চক্কর খায়
রোদ পোহায়
শীতে গরম
তোমার চাঁদর, কম্বল হতে চায়।

তুমি এসো, শব্দে শব্দে খেলা হবে
শব্দে শব্দে ডুব দিবে বেলা
কোনটা লাগাম ছাড়া
কোনটা ঠোঁটে ঠোঁটে বাদল বর্ষা
কোনটা দেশের গন্ডির বাইরে
ফুল টস ছক্কা।

আমার ভেতর আরও মেলা জাদু চলে
এসো তুমি,
নিমিষেই সব কষ্টের মুখে পড়বে তালা
না,
কোন চাবি ই করবে না কাম
তুমি ই ডান, বাম, আরাম।



১৫ সেপ্টেম্বর ২০২০। লন্ডন, যুক্তরাজ্য।

শুভ রাইত দুপুর ❤

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.