নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ভাংগতে দাও সব কথার মারপ্যাঁচ
অতটা ভালোলোক নই
ছিনিয়ে নিতে শিখেছি
লুন্ঠিত ইতিহাসের পাতা উল্টে পাল্টে
মস্ত বড় কারিগর আমি।
উফফ!
প্রেম আমাকে বারবার বাঁচিয়ে দিয়েছে
মলম বা দাওয়াই রুপে
জ্বলেছি বহুবার
তোমার সনে
নিজের সনে নিজে।
কতবার ভোর দেখা হয়েছে
লাল আভায় ভিজে শিউলি, মল্লিকা
ঠিক তোমার মতো নরম
এইবার শান্ত হও
জখম মেলা
প্রসারিত হও
উদ্ভাসিত হও
আমি হারাতে থাকি
শৈশব, কৈশোর, যৌবন
তোমার ভেতর ফের
তোমার ভেতর
আমি আর
আমার নব জনম।
©somewhere in net ltd.