| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
স্প্যানকড
	আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
তোমার জন্য মাতাল আমি
তোমার জন্য কবি
তোমার জন্য
বরফ গলা হিমে প্রচন্ড ঘামি। 
তোমার জন্য সুর বাঁধি
তোমার জন্য কাঁদি
তোমার জন্য রইল জমা
নিযুত কোটি চুমু হামি। 
০১.০১.২১।
©somewhere in net ltd.