নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
আমার আলতো ঘুম ভাংগলো যথারীতি
তুমি পাশ ফিরে শুয়ে
বলছ,
কাল বাবলুর স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা
যাবে তুমি ?
আমি ছোট করে
হুম,
ছেলেটা কতদিন নতুন জুতা চাইছিল
এ মাস ও মাস করে বছর পাড়
আমি, হুম।
তোমার শরীরে কাঁচা লংকা, পেঁয়াজের গন্ধ
যোগ হয়েছে ধনিয়া, মুসর ডাল।
চুল গুলি ঘামে ভেজা
শ্রাবণ সন্ধ্যার ডাক।
বাবলুর জন্য এক জোড়া টি শার্ট দেখেছি অন লাইনে
আচ্ছা, মাপ ঠিক হয়তো?
কোয়ালিটি?
আমি, হুম।
আমার আংগুল এর ডগা ছুঁতে লাগল তোমায়
তোমার পিঠ ঘুরে
কপালে
তুমি তাকালে
(ধমকের সুরে)
হচ্ছে কি?
কিছুটা বিরতি।
ভাবনা চলছে,
পংকজ এর কাছে
আবার হাত পাতা
কতগুলি টাকার খরচা।
আচ্ছা, এবার শীতে কিন্তু
সমুদ্র দেখা চাই,
বাবলুর কত দিনের সখ!
আমি, হুম।
আংগুল চলতে শুরু করল খুব দ্রুত
কপাল, থুতনি, ঠোঁট
তুমি, ইশ!
জ্বলে গেল হিরোশিমা নাগাসাকি
প্রেসার কুকারে দুই শিস !
লাল নীল সংসার !
০১ লা ফেব্রুয়ারী ২১।
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৯
স্প্যানকড বলেছেন: হুম, মধ্যবিত্তদের সব ই দারুন। সুখ দুখ সব। এরা আছে বলেই এত গল্প, কবিতা, গান হয়। এরা জীবন বাজি রেখে জীবন দেখে। তাই অল্প সুখেই ভেসে যায়। ধন্যবাদ। ভালো থাকবেন।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩৭
রানার ব্লগ বলেছেন: সাদাকালো জীবনে এতো রঙ আপনি কই পাইলেন!!??
আঙুল টা থেমে গেছে ফিতার বাধনে!!
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৪
স্প্যানকড বলেছেন: এর মধ্যেই রং খুঁজতে হয় নইলে তো জীবন হারিয়ে যায় ফুরিয়ে যায়। আমি তো সুখে ও রং পাই দুখে ও পাই। একটাই তো জীবন! এইবার ফিতা ঘুরানোর চেষ্টা করুন দেখবেন রং এসে গেছে। ধন্যবাদ। ভালো থাকবেন। শুভ কামনা রইল।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২৪
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: কবিতা পড়লাম। কবিতায় নুন মরিচের গন্ধ। আর একটু ডালডা। পাশে একটা রক্তজবাও রাখা দেখছি। হুম!
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৩
স্প্যানকড বলেছেন: সব ই রাখতে হয় যা দিনকাল পড়ছে আজকাল! ভালো থাকবেন। এক গুচ্ছ রক্ত জবা আর ধন্যবাদ।
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৪
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:১৪
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: দারুন সংসারের গল্প...