নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

ইঁদুর বেড়াল !

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:৪৫

কেমন করে জানব
তোমার কি রোগ?
হাজার চেষ্টার পর জানা গেল
ভেতরে বহুদিনের খরা
কেউ দেখেনি কোনদিন জলধারা।

রোগ তো আছে আমার ও
যখন পড়ে চোখ
তোমার কায়
গভীর টোল পড়া গাল
চওড়া কাঁধ
সে এক বিস্ময়!
ভেতর ক্ষুধার্ত
বাহির বলে হায়!


ইস্রাফিল এর মতো দীর্ঘ অপেক্ষা !
বেড়ে গেছে রোগ
খানিকটা আঁধারে জ্বলা নিয়ন সাইনবোর্ড
তাতে লেখা,
" ভালোবাসি সখি
বলো কিসের এত ব্যথা? "
উড়িয়ে দাও
এই ইঁদুর বেড়াল খেলা!

০৪ ফেব্রুয়ারী ২১।




মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:৫৭

ঢাকার লোক বলেছেন: "চওড়া কাঁদ"? শব্দটা কি কাঁধ?

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৭

স্প্যানকড বলেছেন: দুঃখিত, হুম," কাঁধ "। ধন্যবাদ, ভালো থাকবেন।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:১৬

রানার ব্লগ বলেছেন: ভালো লেগেছে!!

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৭

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৬

এম ডি মুসা বলেছেন: এসবের মধ্যে ছন্দ যুক্ত হলে ভালো লাগতো।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১২

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ,

হালকা আছে পুরা নাই

প্রিয়া ছাড়া ছন্দ কই পাই ?

ভালো থাকবেন।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৫

নেওয়াজ আলি বলেছেন: খুব ভালো লাগলো।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১২

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: টম এন্ড জেরী।

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৩

স্প্যানকড বলেছেন: হুম, কিছুটা তেমন ই। ধন্যবাদ, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.