নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

রবীন্দ্রনাথ !

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৬

রবীন্দ্রনাথ এড়িয়ে গেছেন
দিয়েছেন ফাঁকি বহু
মোল্লাদের ঘাটেন নি অত
চলেছেন নিজের মতো।

রবীন্দ্রনাথ থেকেছেন নীরব
শুনেন নি,
মিলিটারীর হাতে ধর্ষিতার আওয়াজ
ভালোই করেছেন ;
তিনি তো নন কোট কাচারি জাজ !

রবীন্দ্রনাথ প্রেমে ছিলেন আসক্ত
পুরোপুরি মাতাল
খুড়েছেন কলম
নেই কেউ সমকক্ষ !
জুটেছে নোবেল
দুনিয়া চিনেছে বাংলা সাহিত্য ।

রবীন্দ্রনাথের ও নাম
হয় বদনাম
চলে গেলে একলা
পাষাণী কাদম্বিনী !

রবীন্দ্রনাথ !

১৮ জানুয়ারী ২০২১।

পুরান ফাইল আবারও দেয়া হইল।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪৮

রাজীব নুর বলেছেন: রবীন্দ্রনাথ ওস্তাদ লোক।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩৭

স্প্যানকড বলেছেন: ওস্তাদের মাইর বিয়াইন রাইতে.... ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৪

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: তিনি আরাম প্রিয় ছিলেন বৈকি!

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩৮

স্প্যানকড বলেছেন: বড্ড বেশী ছিল বোধহয় ! ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩৯

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫৯

জগতারন বলেছেন:
রবীন্দ্রনাথ সমন্ধে করতে একটু মন্তব্য পরে আসছি।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪০

স্প্যানকড বলেছেন: আসেন টাইম লইয়া, সবুরে দেখি মেওয়া ফলে কি না! ধন্যবাদ।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০৮

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লেখা

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪০

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন। ম

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২৬

জগতারন বলেছেন:
(১) রবীন্দ্রনাথ'কে আমি জানি ধর্ষন-কাম সম্পন্ন করা একজন হিসেবে।
সে তাঁর বড় ভাই-এর বউ-এর সাথে অকাম করেছিল।
এর পরে সেই বড় ভাই-এর বউ, কাদম্বিনী দেবী শোকে ও দুঃখে আত্মবির্ষন
দিয়ে সেই গঞ্জনা থেকে বেঁচে গিয়েছিলেন।

(২) রবীন্দ্রনাথ বাংলাদেশে জমিদারী করেছিলেন।
তখন বাংলাদেশের জনগনের বৃহত্তর স্বার্থে কোন অর্থ নৈতিক
উন্নয়নকারী কোন কর্মকান্ড তাঁর অবদানের কোণ ইতিহাস
তাঁর সময়ে পাওয়া যায় না। তা ছারা
সে (রবীন্দ্রনাথ) ছিল ইংরেজদের তল্পি বাহক।
ঠিক সেই সময়ে কাজী নজরুল ইসলাম ভারতের স্বাধীনতার পক্ষে এবং
ইংরেজদের বিরুদ্ধে কবিতা লিখে জেল খেটেছিলেন।

(৩) সেই সময়ে রবীন্দ্রনাথ'রা ছিল জমিদার ও কোটী-পতি,
বাংলার গরীব মুসলমানদের সামাজিক, অর্থনৈতিক বা
সামগ্রিক অবকাঠামো উন্নয়নে তাঁর কোন কর্মকান্ডে পাওয়া যায় না। শুধু
পাওয়া যায় বাংলা সাহিত্যে বকর বকর করা কিছু সাহিত্য (!)
ঐ সমস্ত বস্তা পচাঁ সাহিত্য বা দিয়ে কী হবে (?)
যদি দেশের মানুষ না বাঁচে (?)

(৪) কলিকাতা বিশ্ববিদ্যালয় থাকা সত্যেও তিনি (রবীন্দ্রনাথ) শান্তিনিকেতন
বিশ্ববিদ্যালয় স্থাপন কারী। অথচ,
ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনকালীন সময়ে রবীন্দ্রনাথের মতো হিন্দু কুলীন'রা তার বিরোধীতা করেন।
কারনঃ দেশের সে অংশে ভাগে মুসলমান সংখ্যাগরিষ্ট (!)


(৫) পূর্ব বাংলার মুসলমানদের পশ্চিম বাংলার হিন্দুরা বলতো বাঙ্গাল অর্থাৎ
মূর্খতারূপ ও অশিক্ষিত। অর্থাৎ এ অঞ্চলের মুসলমানরা অর্থনৈতিকভাবে নিষ্পষিত।
অথচ তাদের উন্নয়নমুখি উদ্যোগ রূপে ১৯০০ সালের প্রথম দিকে যখন এ, কে ফজলুল হক
দেশ ভাগের উদ্যোগী হলেন তখন রবীন্দ্রনাথ ঠাকুর বাধা দিলেন এবং
গগন হরকরা'র গানের সুর নকল করে

"আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি"

গান রচনা করলেন আর সেই গানই এখন বাংলাদেশের জাতীয় সংগীত (!)


(৬) এখন সবার কাছে আমার প্রশ্নঃ
এ, কে, ফজলুল হক সাহেব যখন দেশের এ অঞ্চলের পিছিয়ে পরা
জনগনের উন্নয়নের উদ্যোগ নিলেন তখন কি সে
রবীন্দ্রনাথের গাইটের (বা তার বাবার) টাকায় সে উদ্যোগ
এ, ক, ফজলুল হক নিয়েয়েছিলেন না দেশের গরীব হিন্দু ও
মুসলমানদের ট্যাক্সের টাকায় ?
রবীন্দ্রনাথ বাধা দেওয়ার কে ???

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪২

স্প্যানকড বলেছেন: রবীন্দ্রনাথ বাঁধা দেয়ার কে? যাক বহু কিছু বেরিয়ে আসছে দেখি। ধন্যবাদ, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.