নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

ভুবন মাঝে আঁধার নামে !

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৬

যে রাতে,
মেয়েটির সব গেল খোয়া
সে রাতেই অন্য কোথাও
উঠছে প্রেমের ধোঁয়া।

যে রাতে,
ছেলেটি হলো পুরোপুরি মাতাল
সে রাতেই অন্য কোথাও
আসমান ছুঁতে চায় পাতাল।

যে রাতে,
জোছনা উঠল জেগে
সে রাতে অন্য কোথাও
বিরহের তীর বিঁধল কারো বুকে।

যে রাতে,
তুমি আমি করছি কত গল্প
সে রাতে অন্য কোথাও
জীবনের আছে বাকী অল্প।

যে রাতে,
হাতের উপর হাত
চার ঠোঁট হলো বন্দী
সে রাতেই অন্য কোথাও
বুলেট বারুদ, রক্ত
নিত্যকার সংগি।

যে রাতে,
প্রেমের ঘটছে অবসান
সে রাতেই অন্য কোথাও
চারপাশে হইচই ফিসফিসানি
ভালবাসি জান!

যে রাতে,
শীতে
আরামে শরীর যাচ্ছে ঘেমে
সে রাতেই অন্য কোথাও
ফুটপাতে আগুন তাপে
প্রাণ কোনরকম টিকে!

যে রাতে,
পুরো দেশ কাঁপছে ভয়ে থরথর
সে রাতে অন্য কোথাও
নেতার লেগেছে ঠান্ডা
সামান্য জ্বর!

যে রাতে,
আঁধার নেমেছে খুব
সে রাতেই অন্য কোথাও
মিলিটারি ভুত
গণতন্ত্র দিচ্ছে ডুব!

              

১ লা নভেম্বর ১৭। সকাল ০৭:৩৯ মিনিট।

বিদ্র ঃ পুরানো কাসুন্দি ঃ)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১৩

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.