নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
( ছবি দ্যা স্ট্রম আর্টিস্ট পিয়েররে আগুসতো )
পুরুষকে সব খানে যেতে হয়
শুতে হয়,
ঘর থেকে বেশ্যালয়!
অফিস থেকে উপসনালয়।
নারী তো পুতুল!
বন্দী,
যেভাবেই বলো ওভাবেই সই।
পুরুষদের দাবী
খুব কি বেশী?
পেট, চ্যাট হলে তুষ্ট
কে আর পায়
ওতেই গায়েব সকল কষ্ট !
পুরুষদের গতি
মনে করা হয়
বাঘ, সিংহ, হাতি!
আসলে এরা অল্পতেই দাঁড়ায়
অল্পতেই ভাসায়
নানান চালে অভ্যস্ত।
নারী তো অন্যকিছু
ঘোমটা টানা লাজ
তাজ,
টলমল যমুনা, গংগা
গরম, বর্ষা, শীত, বসন্ত
প্রেমের শুরু থেকে চন্দ্রবিন্দু
দুনিয়া, বেহেশত মেলা কিছু।
১৭ ফেব্রুয়ারী ২১।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০২
স্প্যানকড বলেছেন: হচ্ছে কিছুটা স্বাধীন । তবে এখনো বহু পথ বাকী। ধন্যবাদ, ভালো থাকবেন।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লিখেছেন। আপনি অন্য লেখায় মন্তব্য করেন না । অথচ নিজে কত পোস্ট লিখেন
১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০৩
স্প্যানকড বলেছেন: দেই তো অনেকের পোস্টে! অনেকে আবার ভালোভাবে নেয় না তাই গুটিয়ে রাখি। ধন্যবাদ, ভালো থাকবেন।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২১
মিরোরডডল বলেছেন:
Spanked এর প্রায় লেখাতেই অনেক শব্দের পরিবর্তে মেলা শব্দটা দেখেছি ।
এটা কি উত্তর বঙ্গের ভাষা, জাস্ট কিউরিয়াস টু নো ।
Spanked এর কবিতার স্টাইল আমার মেলাআআআ পছন্দ
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০৬
স্প্যানকড বলেছেন: আপনারে মেলাআআআ ধন্যবাদ। পুরা বংগ ই তো আমার, আপনার । ভালো থাকবেন।
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫১
নয়ন বড়ুয়া বলেছেন: খুব সুন্দর দাদা...
০৪ ঠা জুলাই, ২০২১ রাত ৩:২১
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।
৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১২
অজ্ঞ বালক বলেছেন: আহা, আংরেজি নামডাই ভালা আছিলো। কিংকি - যারে কয়। এই যে বাংলায় লেখলাম, কিরম লাগলো না। আর এইডা দেহেন, kin ky. কি, আলাদা না? নাহ, মানা গেলো না।
©somewhere in net ltd.
১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:০২
রাজীব নুর বলেছেন: এখন নারীরা অনেক স্বাধীন।
পুরুষের চিন্তার শেষ নেই।