নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

নিশাচর প্রেম !

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪৪

( ছবি দ্যা স্ট্রর্ম পিয়েররা আগুসতো )

খুব লুকাতে ইচ্ছে করছে
খুব ফোঁপাতে ইচ্ছে করছে
খুব আদর পেতে ইচ্ছে করছে
বহুকাল হেঁটে গেল ক্লান্তিতে।

এখন রাত বারোটা
ঘড়ির কাটা থেমে নেই
শহর এর বুক চিড়ে
ছুটছে রেল
ফিরছে কিছু পাখি
যাদের ডাকে ঘর
যারা প্রেমে বেশ কাতর।

খুব হাসতে ইচ্ছে করছে
খুব লাফাতে ইচ্ছে করছে
ফুল ভলিউমে যে কোন গান
সেকেন্ডহ্যান্ড চেয়ারটা
বড্ড বুড়ো
কাঁপছে ঠক ঠক ।

খুব ভিজতে ইচ্ছে করছে
তুমি, আমি
বর্ষা বাদল
শরীরে শরীরে উত্তাপ।

খুব প্রেমে পড়তে ইচ্ছে করছে
খুব তৃষ্ণা বুক জুড়ে
লেজ নাড়ে
তৃতীয় বিশ্বের রাস্তার কুকুর
ছালা টানে আশরাফুল মাখলুকাত!

১৯ ফেব্রুয়ারী ২১।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:১৫

রোকসানা লেইস বলেছেন: বেশ

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:২৪

স্প্যানকড বলেছেন: মেলাদিন পর আপনি! ধন্যবাদ, ভালো থাকবেন।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:২৭

নয়ন বড়ুয়া বলেছেন: অসাধারণ...

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:৪৬

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:১৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:৪৭

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০১

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: সুন্দর হয়েছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৩

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১৫

নেওয়াজ আলি বলেছেন: কবিরা ছুটে চলে রানারের বেশে, কাব্যের সন্ধানে।

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৪

স্প্যানকড বলেছেন: সুন্দর বলেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.