| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্প্যানকড
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
( ছবি দ্যা স্ট্রর্ম পিয়েররা আগুসতো )
খুব লুকাতে ইচ্ছে করছে
খুব ফোঁপাতে ইচ্ছে করছে
খুব আদর পেতে ইচ্ছে করছে
বহুকাল হেঁটে গেল ক্লান্তিতে।
এখন রাত বারোটা
ঘড়ির কাটা থেমে নেই
শহর এর বুক চিড়ে
ছুটছে রেল
ফিরছে কিছু পাখি
যাদের ডাকে ঘর
যারা প্রেমে বেশ কাতর।
খুব হাসতে ইচ্ছে করছে
খুব লাফাতে ইচ্ছে করছে
ফুল ভলিউমে যে কোন গান
সেকেন্ডহ্যান্ড চেয়ারটা
বড্ড বুড়ো
কাঁপছে ঠক ঠক ।
খুব ভিজতে ইচ্ছে করছে
তুমি, আমি
বর্ষা বাদল
শরীরে শরীরে উত্তাপ।
খুব প্রেমে পড়তে ইচ্ছে করছে
খুব তৃষ্ণা বুক জুড়ে
লেজ নাড়ে
তৃতীয় বিশ্বের রাস্তার কুকুর
ছালা টানে আশরাফুল মাখলুকাত!
১৯ ফেব্রুয়ারী ২১।
২|
২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:২৪
স্প্যানকড বলেছেন: মেলাদিন পর আপনি! ধন্যবাদ, ভালো থাকবেন।
৩|
২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:২৭
নয়ন বড়ুয়া বলেছেন: অসাধারণ...
২০ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:৪৬
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।
৪|
২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:১৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।
২০ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:৪৭
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।
৫|
২০ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০১
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: সুন্দর হয়েছে।
২০ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৩
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।
৬|
২০ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১৫
নেওয়াজ আলি বলেছেন: কবিরা ছুটে চলে রানারের বেশে, কাব্যের সন্ধানে।
৭|
২০ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৪
স্প্যানকড বলেছেন: সুন্দর বলেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:১৫
রোকসানা লেইস বলেছেন: বেশ