নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
( আর্টিস্ট ভাকারু নিকোলেটা )
ফজর আলি,
মারে কোপ সজোরে
উঠে মাটি এক ফালি
খুব হাসে
দম ছাড়ে
দিন কাটে অনাহারে।
ফজর আলি,
মাঝারি গড়ন
লম্বা বাবরি চুল
বিড়ির ধোঁয়ায়
সন্ধা নামে
চাষবাস আছে
মানুষখান অতুল।
ফজর আলি,
হাঁক ছাড়ে
বউ!
দাও দুগা ভাত
খিদায় জান মরে
পেট হারামি জাত!
বউরে কয়,
জানছ খবর?
দেশের হালত
অত ভালা নয়।
দেখতে বউ
পুর্নিমার চান
শরীরে জোছনার বাণ
ঠিক বৈশাখী তুফান।
ফজর আলি,
নাক মুছে
ঘামে
শেষ করে দানা।
বউরে কয়,
খাও তুমি
টানি আমি
হোক্কাখানা।
ফজর আলি,
ধরে পুরানো এক গান
কচলায় চোখ
নোনায় ভাসে
সিনায় লাগে টান।
ফজর আলি,
আস্তে-ধীরে
চান্দের পানে তাকায়
কয় চান নীচু স্বরে,
"মাইয়া মাইনষের খিদা
পুরুষ খাইলে মরে। "
২৪ ফেব্রুয়ারী ২১।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০০
স্প্যানকড বলেছেন: চলতাছে, চলবে তাইতো দেখছি! ধন্যবাদ। ভালো থাকবেন।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:০১
রাজীব নুর বলেছেন: লেখার সাথে আপনি ছবি গুলো খুব সুন্দর দেন।
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩২
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন। আপনিও দেন নিজের তোলা ছবি। খুব সুন্দর।
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৩৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: “ মাইয়া মাইনষের খিদা
পুরুষ খাইলে মরে”
আর কতকাল চলবে এই শুভংকরের ফাঁকি।