নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
( আর্টিস্ট পেদ্রো আলভারেজ কাসতেলো )
আমি ঠকিনি
জেনেছি।
তুমি চলে যাবার পর
বহু প্রেমে পড়েছি
ঠোঁটে ঠোঁটে বিদ্যুৎ
পোড়ায়েছি
চৈত্রের কড়া রোদ।
আমি ঠকিনি
কেউ ঠকে না কোনদিন
শিখে যায়
জোনাক আলোর মতো
প্রেম চমকায়
মেঘের মতো ডাকে
কেউ তাতে ভড়কায়
কেউ টানে ইতি
খামাখা প্রেমের দুর্নাম রটায়!
প্রেম মানে নয়তো ক্ষতি ।
আমি ঠকিনি
সত্যি!
তোমার কসম
নেই চোখে জল
বুঝে গেছি
জীবন মৃত্যুর ছল।
২৪ ফেব্রুয়ারী ২১।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩১
স্প্যানকড বলেছেন: হুম, শিখে যায় অথবা জেনে যায়। কেউ ঠকে না। ধন্যবাদ।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: না ঠকাই ভালো
২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩২
স্প্যানকড বলেছেন: হুম, দোয়া কইরেন ! ধন্যবাদ।
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২০
রাজীব নুর বলেছেন: সুন্দর।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩২
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৮
ফয়সাল রকি বলেছেন: না ঠকে শিখতে পারাটা খুবই আনন্দের নিশ্চয়।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৩
স্প্যানকড বলেছেন: হুম, ধন্যবাদ।
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৫৭
মেহেদি_হাসান. বলেছেন: আমি ঠকিনি
কেউ ঠকে না কোনদিন
শিখে যায় সুন্দর কথা।
৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৪
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৮
ইসিয়াক বলেছেন: প্রেম মানে নয়তো ক্ষতি.........