নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

গোল্লায় যাক !

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:২৪

( আর্টিস্ট এন্ড্রিউ সালগাদো )

ছুটছি আমি নিরন্তর
ফজর, এশা ভেস্তে যায়
নাই ছুটি
নাই অবসর।

ছুটছি আমি 
বাজার এর সেরা জ্যাম জেলি
যেন থাকে
দুই জোড়া রুটির ভিতর।

পাতি লেবু নিংড়ানো
আদা চা গরম
বলতে নেই শরম
দুধ ইদানীং
হচ্ছে না হজম!

ছুটছি আমি
সব ঋতু পিছে
বুঝিনা কি ঠান্ডা
কি গরম
কি জ্বর!

ছুটছি
আমি কালপুরুষ
অথবা হেরে যাওয়া বীর
দু হাত শূন্য
নাই ধনুক, তীর।
 
ছুটছি আমি
ঘুমিয়ে আছে রাজকন্যা
জাগলে সর্বনাশ।

বুঝিনা অত
মগজ ক্ষিপ্ত
গোল্লায় যাক
কি মুজিব
কি মার্ক্স!

২৭ ফেব্রুয়ারী ২১।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৩১

রাজীব নুর বলেছেন: আমি ভাই বেশী ছোটাছুটি করতে পারি না।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৩৮

স্প্যানকড বলেছেন: না করাই ভালো সবাই সব কিছু পারে না। ধন্যবাদ।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:০৭

উপপাদ্য বলেছেন: থট প্রোভোকিং।
দারুন লিখেছেন ভাই।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৩৯

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০৫

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার চয়ন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৭

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.