নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

শাহীন + মিতু

০৬ ই মার্চ, ২০২১ ভোর ৪:১৮

ছবি নেট

মিতু ছুটছে
খুব জোরে ছুটছে
থামার চিহ্ন
লেশমাত্র নেই
বহু দিনের জেদ
ফিরবে না আর।

শাহীন ডাকছে
গলার রগ
চোখ লাল ফুলে
বমি দুই বার।

এ শহর,
ধুলো কাঁদা
পোড়া ডিজেল
লাল, নীল, হলুদ বাতি ছেড়ে
মিতুর গতি দুর্বার।

কে খুলবে ভেতর থেকে দরজা
ভাংবে
শাহীন এর দীর্ঘ অপেক্ষা
শিং মাছের ঝোল
বেগুন, ডিম ভাজা।

কে দিবে মাঝ রাতে
মিতুর আঁচলে টান
চুমুতে চুমুতে
ঠোঁট ফুলে লাল।

পরদিন অফিস ছুটি
মিথ্যে বাহানা
হপ্তাখানেক পর
শ্রাবণ মেঘের গান।

মিতুর
দীঘল কালো চোখে সুরমা
গতরে সুগন্ধি আতর 
সফেদ পাঁচ কাপড়ের যাত্রা
শাহীনের প্রেমের ইতি
নাই দাঁড়ি, কমা, মাত্রা।

৫ মার্চ ২১।

মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৫৮

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: সুন্দর এবং কষ্টকর

০৬ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৫৩

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।

২| ০৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:১৪

হাসান রাজু বলেছেন: কবে থেকে যেন আপনার কবিতা পড়ছি। বেশ কয়টা কবিতা খুব ভালো লাগেছে। এটা কখনই আপনাকে জানানো হয়ে উঠেনি। মন্তব্যে একটা শুভ কামনা জানাব, সেটাই করছিনা শুধু। আজ আলসেমি ভেঙ্গে লগইন করলাম শুধু আপনাকে এটা জানাতে। শুভ কামনা রইল।

০৬ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৫৪

স্প্যানকড বলেছেন: তাই নাকি! ধন্য হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আপনার জন্য রইল অনেক অনেক শুভ কামনা।

৩| ০৬ ই মার্চ, ২০২১ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: সুন্দর।

০৬ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৫৫

স্প্যানকড বলেছেন: হুম, ধন্যবাদ।

৪| ০৬ ই মার্চ, ২০২১ বিকাল ৩:০২

নেওয়াজ আলি বলেছেন: অপরূপ ভাবনা।

০৬ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৫৫

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ ব্রো, ভালো থাকবেন।

৫| ০৬ ই মার্চ, ২০২১ রাত ৯:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর / আশাহত বা বহমান সময়ের কাব্য।

০৭ ই মার্চ, ২০২১ রাত ৩:০৪

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.