নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

মুজিব মানে বাংলা আমার !

০৮ ই মার্চ, ২০২১ ভোর ৫:১৭

ছবি গুগল মামু।

রাহেলা ! রাহেলা !
ও রাহেলা!
একটু চা
দাও রেডিও  টা ।

এ অবেলায় চা
বাবুর গায়ে জ্বর
রেডিও দিয়ে হবে কি?
রাখ সে খবর
সারাদিন মুজিব! মুজিব !
মুজিব মানে কি?

শোন,
মুজিব মানে আমি
মুজিব মানে তুমি
মুজিব মানে বাবু
হানাদার কাবু।

মুজিব মানে
মুক্ত বলাকা
মুজিব মানে
স্বাধীন প্রতিটি এলাকা।

মুজিব মানে ফর্সা ভোর
মুজিব মানে অমানিশা দূর
মুজিব মানে বেয়নেট
গুলি উপেক্ষা
বুক চিতিয়ে হুংকার।

শোনছেন,
আকাশবাণী কলকাতা
আজ রেসকোর্স ময়দান
জনতার উদ্যান
দিয়েছেন ঘোষণা শেখ মুজিব
" এবার এর সংগ্রাম
মুক্তির সংগ্রাম
এবার এর সংগ্রাম
স্বাধীনতার সংগ্রাম "

শোনলে রাহেলা,
মুজিব মানে
বাংলা আমার!
বাংলা আমার!

৭ মার্চ ২১।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০২১ ভোর ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:


মুজিব মানে কথার ফুলঝুরি, মুজিব মানে ছাত্রলীগের মই।

০৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:৩১

স্প্যানকড বলেছেন: মই ধইরা ধইরা আগায় গেছেন। জানি না ৭৫ এ কোন গর্তে ছিলেন! বাইরে থাকলে আওয়াজ পাইত মাইনষে। নিউইয়র্কের ক্যাফে রেস্তোরাঁ রাস্তায় হাঁটা লাগত না যদি মুজিব না থাকত। ভালো থাইকেন।

২| ০৮ ই মার্চ, ২০২১ সকাল ১০:১১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:৩১

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন +

৩| ০৮ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: মুজিব মানেই তার নাম ভাঙ্গিয়ে নিজে রপথ তৈরি করা।

০৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:৩২

স্প্যানকড বলেছেন: তা কি করেন পথের কাঁটা হইয়া দাঁড়ান ! না মাঝা ভাইংগা গেছে? ভালো থাকবেন।

৪| ০৮ ই মার্চ, ২০২১ দুপুর ১:২৭

আমি সাজিদ বলেছেন: চাঁদগাজীর কমেন্ট পড়ে হাসি থামাতে পারছি না। =p~

০৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:৩৪

স্প্যানকড বলেছেন: দেইখেন উস্টা খাইয়া কপালের চাড়া হারাইয়েন না। তহন চাঁদগাজী সাহেব নিউইয়র্কে বইসা আহ! উহ! করবে ধারে কাছে থাকব না।

৫| ০৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:২৪

নেওয়াজ আলি বলেছেন:
অসাধারণ

০৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:৩৫

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।

৬| ০৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:৪৬

আমি সাজিদ বলেছেন: চাঁদগাজী নিউইয়র্ক বসে আছে। আর আমি আপনার বাড়ির পাশে বসে আপনার কবিতা পড়ে আনন্দ পাচ্ছি। হাসতে হাসতে দাঁত পড়ে গেছে। =p~

শুবকাম্না কবি

৭| ০৮ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৩৮

স্প্যানকড বলেছেন: আর কিছু পড়ে নাই? পড়লে আওয়াজ দিয়েন জোরে যেহেতু পড়শী আপনে। এহন তো আলগা দাঁত লইয়া চুমাটুমা খাইলে চড় লাত্থি খাইতে পারেন। পড়শী হিসেবে উপদেশ দিলাম আর কি!

৮| ০৮ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৩৫

মেহেদি_হাসান. বলেছেন: এখনকার নেতারা মুজিবকে ভাঙ্গিয়ে চুরি করছে।

০৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০২

স্প্যানকড বলেছেন: শুধু মুজিব না, জিয়া ও তো চুরি হয়ে গেছে। খালি একটা দেহেন অন্যটা দেহেন না। নাকি দাঁতের লগে চোখ ও গেছে?

৯| ০৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩১

মেহেদি_হাসান. বলেছেন: গাজা খেয়েছেন? আমি জিয়ারটা অস্বীকার করেছি? সুযোগ পাইলে সবাই চোর হয়ে যায়, আবার কেউ উপরে উঠার জন্যে পা ও চাটে।

০৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩৬

স্প্যানকড বলেছেন: খাই না বহুদিন। সাপ্লাই দেনটেন নাকি ! এটা এ জাতির চরিত্র গত রোগ। তা সুযোগ দেন ক্যা ? শুধু পা না আরও বহু জায়গা চাটে... ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.