নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ড্যান্স উইথ দ্যা উইন্ড আর্টিস্ট ইভা সুইটাল
দীপালি,
ঘুমুতে যাও
অনেক ঘুম জমে আছে
জানি,
তুমি মানবে না
ফাক অফ বলে ছুঁড়ে ফেলবে
হাতের বাসন
টুকরো টুকরো কাঁচে
তোমার দর্শন।
দীপালি,
একটু আরাম কর
অনেক আরাম জমে আছে
জানি,
তুমি শুনতে চাও না এসব
তোমার নায়িকাদের মতো
নয় গড়ন
গায়ের রং চাপা
বুকের মাপ টেনেটুনে ত্রিশ
তোমাকে লড়তে হয়
তোমাকে মিলাতে হয় হিসেব
দুই এ শূন্যে বিষ!
দীপালি,
আলো টা ধরে রাখার চেষ্টা কর
চারপাশ ভীষণ কুতসিত কালো
অনেক তো বললে,
অনেক শুনলে
অনেক গুনলে
অনেক হাঁটলে
অনেক শিখলে
অনেক লিখলে
অনেক পড়লে
এইবার ক্ষান্ত হও
অনেক বিশ্রাম তোমার হাতে
একটু ঘুমাও।
৮ মার্চ ২১
০৯ ই মার্চ, ২০২১ রাত ২:০৭
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।
২| ০৯ ই মার্চ, ২০২১ দুপুর ১:২৯
আমি সাজিদ বলেছেন: ভালো যায় না খারাপ যায় তা তো আমি জানি না৷ আপনার লেখার সাপেক্ষেই বললাম। একই প্রশ্ন আমিও কিন্তু আপনাকে করতে পারি, আমাকে করা প্রশ্নটিই আপনাকে করলাম, এবং জিজ্ঞেস করলাম, নায়িকার মতো হলেই সংসার ভালো হয়?
০৯ ই মার্চ, ২০২১ দুপুর ১:৩৮
স্প্যানকড বলেছেন: মোটেও না। দেহেন না সেলিব্রেটি দের খালি ভাংগনের খেলা। আসলে দুজনের চিন্তা চেতনা এক হলে। দুজনের প্রতি দুজনের রেসপেক্ট থাকলে ভালো যায় এতদূর বলতে পারি। তারপর আরও কিছু আছে সেক্রিফাইস বিষয় টিষয় মেলা কিছু। তয় বিয়া কইরা ট্রাই করতে পারেন ! ভালো থাকবেন।
৩| ০৯ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৯ ই মার্চ, ২০২১ দুপুর ১:৫৯
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।
৪| ০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৪:০৮
মৃন্ময়ী শবনম বলেছেন: আমি সাজিদ বলেছেন:
দিপালীকে বলেন মহিলা সার্জনের কাছে যেতে। সংসার ঠিক রাখার জন্য ইমপ্ল্যান্ট নিতে সমস্যা কি।
এ ব্যাপারে ব্লগার সোহানী, জুন, করুণাধারা, শায়মা সহ গুণী ব্লগারদের মতামত জানতে চাচ্ছি। সংসার ধরে রাখতে কি একজন নারী নিজের গায়ে চাকু চালাতে হবে? ব্লগার আমি সাজিদের ভাষায় ইমপ্লান্ট করতে হবে?
৫| ০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৪৪
মেহেদি_হাসান. বলেছেন: খুব ভালো
৬| ০৯ ই মার্চ, ২০২১ রাত ৮:৫৮
আমি সাজিদ বলেছেন: আমি আমার মন্তব্যের জন্য দুঃখিত শবনম আপু। আমি আসলে এমনটা বুঝাতে চাই নাই। কাউকে আঘাত করতেও চাই নাই। এমনেই কিছু না ভেবে স্প্যানকড ভাইয়ের পোস্টের সাপেক্ষে মন্তব্য করলাম। আমি অনুরোধ করবো উনি আমার ওই মন্তব্যটি মুছে দিবেন।
৭| ১০ ই মার্চ, ২০২১ রাত ২:১৩
স্প্যানকড বলেছেন: হা হা হা.... যান মুছে দিলাম। ভালো থাইকেন।
৮| ১১ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথম পেইজে যতটুকে আপনার কবিতা ভেসে উঠতো, ততটুকুই পড়তাম। ওটুকু পড়েই কবিতায় আপনার শক্তিমত্তা টের পেতাম। এ কবিতায় কমেন্ট না করে থাকা গেলো না। খুবই সাবলীল ও সুগঠিত কবিতা। অনেক ভালো লেগেছে। শুভেচ্ছা রইল কবিতার জন্য।
২৮ শে মে, ২০২১ সকাল ১০:২৪
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।
©somewhere in net ltd.
১| ০৯ ই মার্চ, ২০২১ রাত ১:০৬
কাছের-মানুষ বলেছেন: ভাল লাগল। চালিয়ে যান।