নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট
ইদানীং কথাগুলো
বরফ হয়ে যায়
হিমশীতল জমাট
একদম শক্ত
প্রাণ নেই
এক টুকরো ফসিল !
আমি ভ্যাবাচ্যাকা খেয়ে
তাড়াতাড়ি ভাবতে শুরু করি
কি করা যায়
কি করলে কথার মুক্তি ?
বহুদিন যাই না উত্তরে
দক্ষিণের বাসিন্দা আমি
শুনি,
ওখানকার বিখ্যাত
পরোটা গোস্ত !
যে কথা ছিল
পাখির ঠোঁটে
বাসের রডে
সে কথা আজ
দেয়াল চষে
জাঁতাকলে পিষে
একই বৃত্তে ঘুরে
বড্ড উন্মাদ এবং ক্লান্ত !
কথার সাথে কথা বলার
চেষ্টা করি
কথার মাঝে চলে আসে
পংগু হাসপাতাল!
পুরো শরীরে প্লাস্টার
কর্নে শুধু বাজে
গোংরানি তীব্র চিতকার।
আমার কথাগুলো
কোন না কোন উপায়ে
বন্দী হয়ে ঘুরে লাল দালান
অদৃশ্য কেউ রোজ করে চলছে
নিখুঁত বলাতকার!
৯ মার্চ ২১।
০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২৫
স্প্যানকড বলেছেন: দৃশ্যত হইলেও নিখুঁত বলাতকার করলে না পায় শাস্তি না হয় বিচার! নিখুঁত মানে প্লান মতো একটা সিস্টেম ফলো করে করলে কিচ্ছু হয়না। সেঞ্চুরিয়ান মানিক এর কথা মনে আছে ? ভালো থাকবেন।
২| ০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৩:১৮
রাজীব নুর বলেছেন: মন্দ নয়।
০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২৬
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ।
৩| ০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৫২
মেহেদি_হাসান. বলেছেন: ভালো
০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২৭
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৯ ই মার্চ, ২০২১ দুপুর ২:২৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: বলাৎকারের আবার খুঁত নিখুত আছে নাকি ?
যাক অদৃশ্য কেউ করে যাচ্ছে দৃশ্যত কেউ করলে তবু শাস্তি দেওয়া যায়।