নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট
না বলা কথাগুলি জমতে জমতে
দিন রাত ফুরায়
রোদে ঘামে চমকায়
মাঝেসাঝে হয়
বেজায় মলিন।
না বলা কথাগুলি তুলে রাখি
মনের গোপন সিন্দুকে
অতটা হয়না গোছানো
এলোমেলো থাকে পড়ে
লাগছে না প্রয়োজন
দাওয়াই ন্যাপথলিন।
না বলা কথাগুলি
এক সময় চুপচাপ হাঁটে
কামড়ে ধরে ঠোঁট
মিলাতে শুরু করে
কালের হিসেব
এত শূন্যের ভিতরে
হয়ে যায় বিলীন।
১১ মার্চ ২১ ।
১১ ই মার্চ, ২০২১ রাত ৯:২৭
স্প্যানকড বলেছেন: ও! আপনি কথা দিয়া ভরাইছেন ! মানে আপনার কথা কথা, বাকিদের কথা অকথা। আপনার কথা হুনলে মুরুব্বি একটা বাংলা ছবির নাম মনে হয় " আবার তোরা মানুষ হ " দেইখেন টেস্ট পাইবেন। ভালা থাইকেন। বাইরে কম হাঁটাহাঁটি কইরেন। হাডসন না কি একটা নদী আছে?ঐটার কোন পাড়ে আছেন ?
২| ১২ ই মার্চ, ২০২১ রাত ১২:৫৩
রাজীব নুর বলেছেন: বেশ।
৩| ১২ ই মার্চ, ২০২১ রাত ১২:৫৯
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ১১ ই মার্চ, ২০২১ রাত ৮:১০
চাঁদগাজী বলেছেন:
আপনার না বলা 'অকথাগুলো' দিয়ে ব্লগ ভরায়ে ফেলছেন।