নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

কথা হোক !

১১ ই মার্চ, ২০২১ রাত ১০:০৬

ছবি নেট

কথা হোক
উঁচুতে
কথা হোক নীচুতে
কথা হোক
চুমুতে
গরম গরম নিঃশ্বাসে।

কথা হোক
দেহ মন খুলে
কথা হোক বাসে
ভীড়ে ঠেলে ঠুলে ঝুলে
হাওয়াই জাহাজ
রিক্সা, ঠেলা গাড়ি
টুংটাং ঝংকারে।

কথা হোক সংসদে
কথা হোক ময়দানে
কথা হোক আঘাতে
শত ক্ষত ভুলে
কথা হোক 
বুক খুলে
ঘাম রক্ত গতরে।

কথা হোক, কথা হোক
জেগে উঠ সবে
কথা হোক কড়কড়ে রোদে
বর্ষা বাদলে ভিজে
চিতা, গোরস্থান
ছাই হাড় মরা
সকল দূরত্ব ঘুচে।

    ২৮ সেপ্টেম্বর ২০২০।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০২১ রাত ১২:৪৪

রাজীব নুর বলেছেন: কথার দুরকার আছে। সব সময় চুপ করে থাকলে হয় না।

১২ ই মার্চ, ২০২১ রাত ১২:৫০

স্প্যানকড বলেছেন: কথার দরকার ঐডাই কইছি। সবাইতো চুপ। জায়গামতো ফুস চুপসে বেলুন। তাই কথা কইতে এই আহবান। ভালো থাকবেন।

২| ১২ ই মার্চ, ২০২১ বিকাল ৪:১৩

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: কথা হোক ঝুম বৃষ্টিতে
লাল সাদা চুড়িদারে,
কথা হোক তীব্র দহনে
বেগুনি জারুলের মোহনীয় আবেশে,
তবু কথা হোক এই প্রান্তরে
কিংবা অন্য কোথাও.....

১২ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৪৮

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.