নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

ভালো আছ রহমত ?

১৮ ই মার্চ, ২০২১ রাত ১২:২১

আর্টিস্ট ট্রইলো

ভালো আছ রহমত?
রহমত চমকে যায়
ভড়কে যায়
এদিক সেদিক তাকায়।

প্রশ্নটা আবার শুনে
ভালো আছ রহমত?
এই শব্দ তিনটে
সারাদিন পাখার মতো ঘুরে।

যেন মগজে সেট
মরার আগ পর্যন্ত
আসন পাকাপোক্ত
দূরে নাহি সরে। 

তৃতীয় বার যখন শুনে
ভালো আছ রহমত?
না,
ভালো নেই
খানকির পোলা
কে রে তুই?
এক চিৎকারে বলে।

দীর্ঘ নীরবতা ভাংগে
চায়ের কাপটা
বেখেয়ালে পড়ে
" আসছে রমজান
চাল থেকে নুন
সবটায় আগুন "।

দফায় দফায় চলে বৈঠক
চব্বিশ ঘন্টা খবরে
ঘুরপাক খায় চোখ !
শুকায় ঠোঁট
ছোট হয়ে আসছে বুক
রাত দিন ধুক ধুক।

জমছে ছেলের টিউশনির টাকা
বাড়িওয়ালার নজর খারাপ
বউ, মেয়েকে দেয়
কড়া বকাঝকা।

বর্ষার দুপুর
ফিরে বাড়ি জলদি
পায়ে প্যাক কাঁদা
দেখে,
দরজা জানলা
পুরোপুরি সাঁটা।

রাখল চোখ
যে জানালায় ছিল ফুটো
কানে আসে
হিসহিস শীতকার
বাড়িওয়ালা ঘামছে
হাসছে কুটু কুটু।

দানব ট্রেন ছুটে
ভালো আছ রহমত?
শব্দ তিনটে মর্গে।


১৭ মার্চ ২১।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০২১ রাত ১২:৩৭

রাজীব নুর বলেছেন: অর্থবোধক।

১৮ ই মার্চ, ২০২১ রাত ১২:৪০

স্প্যানকড বলেছেন: হুম, ধন্যবাদ। ভালো থাকবেন। শুভ রাইত দুপুর !

২| ১৮ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সমসাময়িক কবিতা ভালো লাগলো

১৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩৭

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন। আপনার আব্বা কেমন আছেন ?

৩| ১৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হুম, ধন্যবাদ। ভালো থাকবেন। শুভ রাইত দুপুর !

দিন রাত সব সমান হয়ে গেছে আমার কাছে।

১৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩৯

স্প্যানকড বলেছেন: কন্ডেম সেলে আছেন মনে হয়! জেমস ভাই এর একটা গান আছে না " এখানে দিন রাত থমকে গেছে কন্ডেম সেলের কঠিন দেয়ালে " দোয়া করি সব ঠিক হয়ে যাক। ভালো থাকবেন।

৪| ১৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৫২

অক্পটে বলেছেন: কবিতা তো নয় যেন চোখে আঙ্গুল দিয়ে আজকের এই বেঁচে থাকাকে দেখিয়ে দেয়া! একটা উন্নত রাষ্ট্রের ডিজিটাল প্রতিচ্ছবিই বটে।
আপনার রহমতকে আমার লাল সালাম , আর তাঁকে বলবেন, "কিরে রহমত চলে গেলি, কতদিন তোকে বলতে চেয়েছি, জনগণ হয়ে আর কতদিন থাকবি এবার না হয় লীগ হয়ে যা"

স্যেলুট ভাই কবিতার জন্য।

১৯ শে মার্চ, ২০২১ রাত ১১:৪৯

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন। ঠিক আছে রহমত কে বলে দিব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.