নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
আর্টিস্ট গ্যাব্রিয়েলা টুইটার।
তোমারে এক রত্তি দেখার আশায়
আমি দাঁড়ায় থাকি
তোমার বাড়ির গেইট বরাবর
ছুটি এ গলি ও গলি
রাত জেগে জেগে
দিন দুপুরে ঘুমে চোখ ঢলি
হাই তুলি
ঝিম মারি
কত বান তুফান আসে যায়
শুধু তোমারে দেখি
অন্য খবর রাখি না।
আমি একটা নৌকা
বানানোর চেষ্টা করি
নুহের মতন
হয় না
কেন হয় না
সে ভাবনায়
ধরাই বিড়ি
সওয়ারী তুমি আর আমি
বাকীরা কোথায়
কার নৌকায়
খবর অত পাই না।
তোমারে এক রত্তি দেখার লোভ
কমাতে পারি না
বহু চেষ্টা করছি
একবার না একশবার
ফায়দা তেমন হয় না।
তোমারে এক রত্তি দেখার রোগ
একটা ফ্লু হইয়া ভেতরে বসত করে
টং এর মাঝবয়সী চাচা
এলাকার পাতি নেতা
মসজিদের ঈমাম
মহল্লার আরও অনেকে
খুব সহজে ধরে ফেলে
তোমার মনে কি
আমার ঘন্টা বাজে না?
তোমারে এক রত্তি দেখার
কি যে সুখ
জানে কেবল আল্লাহ মাবুদ
কত যে কাতরানি
কত যে ছটফটানি
কোন দাওয়াই কমাতে পারে না।
পিচ গলা রোদ্দুর
বর্ষার আটকে পড়া
নোংরা জল
আমারে ধরে রাখতে পারে না।
রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তি
মিটিং মিশিল দাবি দাওয়া
এ দল ও দল
রক্তারক্তি
প্রধান লক্ষ্য কেবল তুমি
ধুর!
ওসব পাত্তা পায় না।
তোমারে এক রত্তি দেখলে
ভেতরের দাউ দাউ আগুন
নিমিষেই পানি
তোমার বিকল্প তুমি
তুমি যাদু
নিম তিতা
মুখে দিলে স্বাদ পাই মধু
এ কথা,
দেশের খোদ প্রধানমন্ত্রী ও
জানে না !
২৪ মার্চ ২১।
২৪ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০৭
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন। সে আশায় বুকে বাঁধি স্বপন !
২| ২৪ শে মার্চ, ২০২১ দুপুর ২:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে।
শুভকামনা ভাইয়া জি
২৪ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০৯
স্প্যানকড বলেছেন: আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন। দোয়া করবেন।
৩| ২৪ শে মার্চ, ২০২১ দুপুর ২:৫৯
নেওয়াজ আলি বলেছেন: সাবলীল ভাবে সাজানো লেখাটি ।
৪| ২৪ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:১০
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।
৫| ২৫ শে মার্চ, ২০২১ রাত ১:০৬
রাজীব নুর বলেছেন: বাস্তব অভিজ্ঞতা থেকেই লিখেছেন মনে হচ্ছে?
২৫ শে মার্চ, ২০২১ রাত ১:১০
স্প্যানকড বলেছেন: হুম, প্রেম তো এমন পাগলামিতে ঠাসা হওয়া উচিত নইলে কিসের প্রেম ! ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০২১ দুপুর ২:১৯
অক্পটে বলেছেন: বরাবরের মতো দারুণ! কেমন হবে যদি আমরা আরেকবার স্বাধীনতার স্বাধ পাই।