নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

ইদানীং স্বপ্নগুলো !

২৫ শে মার্চ, ২০২১ সকাল ১১:১১

ছবি নেট

ইদানীং স্বপ্ন গুলো
কালো পিচের মতন গলে যাচ্ছে
কোন আলোর মুখ দেখছে না
ঠেকানোর হাজার কৌশল মুখথুবড়ে
নত হয়ে আছে
চোখ মেলে না।

স্বপ্নে দেখি,
আমি একলা
পুকুরে সাঁতার কাটি
একবার এপাড়
আরেকবার ওপাড়
কোন কিছু তেমন
আলাদা করতে পারি না
এক সময় ডুবে যাই
বুদ বুদ শব্দে জল নড়ে
কেউ তুলতে আসে না।

স্বপ্নে দেখি,
একটা টানেল
সেখানে নিজেকে আবিষ্কার করি
একপাশ বন্ধ
অপর পাশ খোলা
একটা চিকন আলো দাঁড়িয়ে
আমি খুব দ্রুত ছুটছি
যত কাছে যাই
আলো আরও সরে
এক সময়
পুরোপুরি আঁধারে তলিয়ে যাই
আলোর দেখা কই আর পাই!

স্বপ্নে দেখি,
আমি এক রেস্তোরাঁয়
কারো জন্য অপেক্ষায় বসে আছি
বারবার সময় দেখছি
যিনি আসবেন
তিনি আর কেউ নন
অতি পরিচিত একজন নেতা
তাঁর কথা এত শুনেছি
সে হিসেব কষলে
এক মানব জনম ফুরায়
উনি আর আসেন না।
ছুঁড়ে ফেলি
অল্প কোক ঢালা গ্লাস
হাত কাটে
রক্তে ভেসে যায় ফ্লোর।

দেখি আমি,
তামাক পোড়া
লাল চোখ
ছবির পোস্টার
মগবাজারের সরু গলি
ব্যস্ত মানুষের দৌড়।

২৫ মার্চ ২১ ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০২১ সকাল ১১:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: রঙবাহারী স্বপ্নে ডুবে আছেন বুঝা যায়
ভালো থাকুন

২৫ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৫৩

স্প্যানকড বলেছেন: স্বপ্ন ছাড়া আছে কি? ঐ ডা যেদিন ফুরাইব সেদিন দিমু উড়াল ! ধন্যবাদ, ভালো থাকবেন।

২| ২৫ শে মার্চ, ২০২১ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: অন্যের স্বপ্নের বাস্তবায়ন করুন। তাহলেই নিজের স্বপ্ন সত্যি হয়ে যাবে।

২৫ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৫৩

স্প্যানকড বলেছেন: সাধ্যমতো করি। ধন্যবাদ, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.