নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
আর্টিস্ট গ্যাব্রিয়েলা টুইটার।
তোমাকে যেদিন প্রথমবার দেখি
মনে হলো,
ঐ দূর আসমানের নক্ষত্র
বুক পকেটে হলো বন্দী
খা খা করা বুকে
শরতের সন্ধ্যা
ঘোড়ার মতন আমি ছুটি।
তুমি নেশার মতন
রক্তে মিশে গেলে চট করে
আসলে প্রেমের কোন
পুর্ব অভিজ্ঞতা নেই
তুমি ই প্রথম
তোমাতেই অবগাহন ।
তোমাকে যেদিন দ্বিতীয় দফায় দেখি
বাইরে ছিল বৃষ্টি
মুষলধারে
খুব জোরে
ভিজতে ভিজতে
মাটির শরীর আমার
গলে যায়
ভেতরে খেলা করে
হাই ভোল্টেজ বিজলি !
তীব্র বাতাসে উল্টায়
তোমার বাহারি রং ছাতা,
এলোমেলো শাড়ির ভাঁজ
হাজার চক্ষু বাঁচাতে
ভীষণ ছিলে ব্যস্ত
একতরফা এখনো
ভিজি আমি
আর স্বাক্ষী থাকেন স্রষ্টা !
৩০ মার্চ ২১।
৩০ শে মার্চ, ২০২১ রাত ৮:৪৯
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।
২| ৩০ শে মার্চ, ২০২১ রাত ৮:১৫
৩| ৩০ শে মার্চ, ২০২১ রাত ১০:৫১
রাজীব নুর বলেছেন: ভিজতে থাকুন। রোদে পুড়তে থাকুন। ভিজে এবং পুড়ে একদিন খাটি মানুষে রুপান্তরিত হবেন।
৩০ শে মার্চ, ২০২১ রাত ১১:০৩
স্প্যানকড বলেছেন: ঐ চেষ্টায় আছি।আপনিও শুরু করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।
৪| ৩১ শে মার্চ, ২০২১ রাত ১২:৩৪
অধীতি বলেছেন: স্রষ্টাকে সাক্ষী মেনে একদিন রোদ পোহাতে আসুন।
৩১ শে মার্চ, ২০২১ রাত ৩:০৭
স্প্যানকড বলেছেন: প্রতিদিন পোহাই এতে নতুন কিছু নাই। ধন্যবাদ, ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ৩০ শে মার্চ, ২০২১ রাত ৮:১৩
মো: আরিফুর রহমান হিমেল বলেছেন: সুন্দর লিখেছেন