নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

সারিবদ্ধ হয়ে মৃত্যুর মিশিলে দাঁড়াই !

০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫৩

ছবি নেট।

সোমবার থেকে লকডাউন শুরু। করোনা কোনদিন পুরাপুরি চলে যাবার আশা নাই। নাকে, মুখে যে এক টুকরা কাপড় উঠছে উহা পার্মানেন্ট ধরে নেন।

হাসপাতালে সঠিক সরঞ্জাম নেই। সেদিকে আমাদের নেতাদের লক্ষ্য একদম নেই। উনারা কোটি টাকা খরচ করে সুবর্ন জয়ন্তী পালন করে! পিতার দিবস পালন করে! বাহ! কি সৌভাগ্য আমাদের।

আমাদের নেতা গন কখনো দেশের জনগণকে মানুষ হিসেবে ধরেছে ? একদম না। যদি মনে করত তাহলে আমাদের টাকায় নিজে অসুস্থ হলে বারবার বিদেশ যেয়ে চিকিৎসা করত না। এমন নির্লজ্জ বেহায়া নেতা দুনিয়ায় আর কোথাও আছে কি না আমার জানা নেই । শরম থাকলে অন্তত দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত করার চেষ্টা করত।

একজন স্বাস্থ্য মন্ত্রী তার ছেলের একাউন্টে রেখে যান ৫৭২ কোটি ! আসলে অংকটা কম! কই থেকে এই টাকা আসছে? কেউ জানতে চেয়েছে?

আসলে আমরা আমাদের মগজ তৈরী করে নিয়েছি এমন করে যে, তারা দেশের সম্পদ লুটবে। বিদেশে ছেলে মেয়েদের রাখবে। কোটি টাকা তাদের একাউন্টে জমা রাখবে। এইটা তাদের অধিকার কিচ্ছু বলার এখতিয়ার আমাদের নাই।

আপনে, আমি মরলে তাদের কি? কিচ্ছু না। অথচ আমরা এদের পিছনে কত সময় ব্যয় করি। তাদের সালাম আদাব দিয়া মাথায় রাখি। সে যে একটা বড় মাপের ডাকাত দস্যু এগুলা জানার পর ও। 

আমরা এমন জাতি নিয়ম ভাংগতে উস্তাদ ! যেন নিয়ম ভাংতে পারাটা খুব গৌরব এর কিছু ! এই যে করোনা চলছে কয়জন ঠিক মতো স্বাস্থ্যবিধি মেনে চলছে? সব সময় দেখি বাসে, ট্রেনে, লঞ্চে গাদাগাদি করে লোকজন বসে আছে। কাকে কি বলবেন? উল্টো মাইর খেতে পারেন।

আপনি উন্নত বিশ্বে কখনো দেখবেন, না বাসে, ট্রেনে, লঞ্চে এমন গাদাগাদি ! আমাদের নেতারা যেই মধুর গনতন্ত্র চর্চা টক শো তে করে সেই গনতন্ত্র থাকলে এগুলা থাকত খোয়ারে ! কিন্তু উহা অন্তত আমাদের দেশে সম্ভব না।
আমাদের মাথা থেকে পা পর্যন্ত সব নিয়ম ভাংগার উস্তাদ ! তাহলে এখন কান্না কাটি করে লাভ নাই। সারিবদ্ধ হয়ে মৃত্যুর মিশিলে দাঁড়াই !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.