নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

এভরি টাচ ইজ উ লা লা লা !

১২ ই এপ্রিল, ২০২১ রাত ৩:১৮

ছবি নেট ।

লেখার শুরুটা একটা সত্য ঘটনা দিয়ে শুরু করছি। ঘটনাটা ২০০৯ এর সময় কার। আমার এক বন্ধু তার আরেক বন্ধুর সাথে পার্টনারশিপ ব্যবসা শুরু করল। কয়দিন যাওয়ার পর ক্যাচাল লাগল দুই জনের ভেতর যা হয় আর কি। বিচার শালিস হলো সেখানেও ক্যাচাল। সে সময় আমি উপস্থিত ছিলাম। আমার বন্ধুর পার্টনার তাকে বলে বসল ' তোর মতো মানুষ কে আমি আমার বাড়ির কাজের লোক হিসাবে ও রাখি না  " কি বুঝলেন ঘটনা শেষ। না, পিকচার আভি বাকি!

সাল ২০২০। এগারো বছর পর সেই অহংকার করে বলা লোকটা কে দুর্বৃত্তরা গুলি করে ফলস্বরূপ তার দুটি পা কেটে ফেলতে হয়। এখন সে পংগু। লোকটার জন্য খুব খারাপ লাগে। মায়া হয়। আল্লাহ বাবলু কে মাফ কর। এই হলো জীবন! কখন কি হয় কেউ জানে না।

যাক এখন আসি আসল কথায়, আমাদের আশেপাশে এমন দম্ভ করে কথা বলার মতো প্রচুর লোক আছে। এমন কি এই ব্লগে! কি চমকে গেলেন! তাইলে আরেকটু পড়েন।

দেখবেন, কেউ আছেন আপনার পোস্টে কমেন্টস করবে মোটামুটি। নম্বর দুই তিন দেয়া যায় অথবা গরুর রচনা!  এই যে তারা এগুলি বলে কেন বলেন? হয় তাদের হিংসা থেকে নয় তো হাতে কাজ কম বেকার অথবা দীর্ঘদিন ব্লগ করে নিজেকে বিশেষ কিছু মনে করে আর সেই অহংকারী মনোভাব থেকে এগুলা বলে আমার ধারণা। ধারাণা ভুল ও হতে পারে।

আচ্ছা, তাদের দীর্ঘদিন ব্লগ লাইফে বা লেখার মাধ্যমে কয়টা পদক জুটেছে? অথবা নোবেল! মিলেছে কিছু? কয়টা কিতাব বের হয়েছে। যদি জানাতেন উপকৃত হতুম!

হ্যাঁ, মানছি সবার লেখার ধরন একরকম না। কেউ খুব ভালো লিখবে কেউ খুব খারাপ বা আরও খারাপ। তা সুন্দর করে বললে হয় না। নাকি শিশুকালে মধু দেয়া হয়নি মুখে?

যেমন, আমার কথা বলি " ঠাকুর মাহমুদ " নামের এক ব্লগার ভাই আমার এক কবিতার পোস্টে খুব সুন্দর করে নিজে দুই লাইন ছন্দ দিয়ে লিখে বলেছেন " ছন্দের দিকে একটু নজর দিবেন । "

তারপর " কালো যাদুকর " নামের এক ব্লগার ভাই বলেছিলেন " কবিতাটি আরেকটু গোছানো হলে ইউনিভার্সেল হয়ে যেতো  " এই যে উনারা বলেছেন কত সুন্দর করে। এতে আমি অনুপ্রানিত হয়েছি। আশা ভরসা পেয়েছি। ধন্যবাদ জানাই তাদের।

আপনারা সিনিয়র ব্লগার রা যদি খামচা খামচি শুরু করেন অথবা গুতাগুতি। তাহলে আমরা নতুন যারা আছি কি শিখব? বলবেন একটু ?

শেক্সপিয়ার এর কথা টা খুব মনে পড়ছে,

" Love me or hate me both are in my favor. If you love me, I'll always be in your heart. If you hate me, I'll always be in your mind  "!

ভালো থাকুন সকলে। শুনছি শন মেন্ডেস এবং কামিলা কাবেলোর গাওয়া " সেনোরিটা  " 

জীবন অনেক সুন্দর। উপভোগ করতে শিখুন আর আপনার সৃষ্টি কর্তা কে ডাকুন।

বিদ্র ঃ ইহা একটি গরুর রচনা লিখিলাম নম্বর দুই তিন উঠতে পারে কি কন? কষ্ট আপনাদের কমায় দিলাম আমিই লিখে দিলাম !

" এভরি টাচ ইজ উ লা লা লা !  "

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ৩:৩৮

অনল চৌধুরী বলেছেন: ব্লগ লিখে সরাসরি কিছু হয়না, তবে লেখালেখির চর্চা হয়।
গুলি কি আরেক অংশীদারই করিয়েছিলো ?

১২ ই এপ্রিল, ২০২১ ভোর ৫:৪৮

স্প্যানকড বলেছেন: হুম, চর্চা করা ভালো। ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ৩:৫৮

মা.হাসান বলেছেন: কেহ কেহ আছেন, অন্য কেহ যদি তাহাদের সম্পর্কে রচনা লেখে তাহা হইলে কপিরাইট ভঙ্গ হইয়াছে বলিয়া একটু মনখারাপ করেন। ইহাকে স্পোর্টিংলি নেয়ার চেষ্টা করেন। প্রয়োজনে কপিরাইটের পারসেনটেজ হিসেব দুএকটা লাইক , স্যালুট আপনাকে এি জাতীয় কমেন্ট ওনাদের পোস্টে করিয়া আসিতে পারেন।

১২ ই এপ্রিল, ২০২১ ভোর ৫:৫০

স্প্যানকড বলেছেন: মন খারাপের দিন শেষ। আমার, তোমার, সবার বাংলাদেশ ! ধন্যবাদ, ভালো থাকবেন।

৩| ১২ ই এপ্রিল, ২০২১ ভোর ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:




লেখার ও বলার ইচ্ছা যাঁদের থাকে, তাঁরাই একদিন লেখক হয়ে থাকেন; লেখকের সফলতা মাপা হয় পাঠকের কাছে লেখার গ্রহনযোগ্যতার ভিত্তিতে; যিনি যেইভাবে সমালোচনা করেন না কেন, উহাই পাঠকের অবস্হান।

১২ ই এপ্রিল, ২০২১ ভোর ৫:৫৩

স্প্যানকড বলেছেন: ভালো আছেন মুরুব্বি ? হুম যথার্থই বলেছেন। তবে পাঠকের মন্তব্য থেকে পাঠককে লেখক চিনিতে পারে যে, সে কোন গোত্রের বা শ্রেণীর? ভালো থাকবেন। আপনার সুস্থতা কামনা করছি।

৪| ১২ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:০৩

চাঁদগাজী বলেছেন:


সুস্হতা কামনার জন্য ধন্যবাদ।

সামুতে পাঠকেরা ( এরাই আবার লেখক ) কয় গোত্রে বিভক্ত, কি কি গোত্র, কোন গোত্রের কি বৈশিষ্ঠ্য?

১২ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:২০

স্প্যানকড বলেছেন: নানান গোত্রে ভিবক্ত। আপনি দীর্ঘদিন ধরে ব্লগে আছেন। আমার চেয়ে বহু জ্ঞ্যান রাখেন তাই আপনি খুব ভালো করে জানেন। ভালো থাকবেন।

৫| ১২ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:০৯

চাঁদগাজী বলেছেন:



আপনি কবিতা ভালোবাসেন?

১২ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:২১

স্প্যানকড বলেছেন: ভীষণ ! রাতদিন কবিতা আমারে টানে। আপনি ? ধন্যবাদ।

৬| ১২ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: জীবনটা আমি উপভোগ অরতে পারছি না।

১২ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:২৪

স্প্যানকড বলেছেন: আপনি বেশী ভাবনা করা কমায় দেন। পরিবারকে সময় দেন দেখবেন জীবন মধুর। জানি আপনি এর চেয়ে বেশী করেন শুধু শুধু মশাই কেন এসব বলছেন? ভালো থাকবেন।

৭| ১২ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩৫

নেওয়াজ আলি বলেছেন: আপনার ধারণা ভুল হলেই ভালো । কমেন্ট করে অন্যের উপকার নয় ঝগড়া হচ্ছে

১২ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০৪

স্প্যানকড বলেছেন: হুম, একদম ঠিক। ধন্যবাদ।

৮| ১২ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, " ভীষণ ! রাতদিন কবিতা আমারে টানে। আপনি ? ধন্যবাদ। "

-সামুতে অনেেকেই নিজকে কবিতার ভক্ত-পাঠক হিসেবে পরিচয় দিয়ে থাকেন; উনাদের মাঝে আমার ভালো স্হান থাকবে সব সময়।

১২ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০৪

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৯| ১২ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিন্দুকেরে বাসুন সবার চেয়ে ভালা,
তা হলে দূর হবে আপনার মনের জ্বালা।

১২ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০৫

স্প্যানকড বলেছেন: মনে নাই জ্বালা
জগতের সকল প্রাণী ভালা!

ধন্যবাদ! ভালো থাকবেন।

১০| ১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৩১

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ।

১১| ১৩ ই এপ্রিল, ২০২১ রাত ২:১৪

মেরুভাল্লুক বলেছেন: গুলিটাকি আপনি করিয়েছিলেন??

১২| ১৩ ই এপ্রিল, ২০২১ ভোর ৬:১০

কালো যাদুকর বলেছেন: নাম উল্লেখ করায় কৃতজ্ঞতা ৷ সময়ের অভাবে ব্লগে মাঝে মধ্যে লেখা হয়, তবে ব্লগিং করা হয়ে উঠেনা ৷ তাই সব খবর রাখা হয় না ৷
ব্লগারগণের টোকাটুকি বাদ দিলে দিন শেষে বলা যার, এটা ব্লগার সমাজের জন্য ভাল, সামুর জন্যভাল ৷ যত বেশী ব্লগারদের কর্থাবার্তা চলবে ততবেশী সচেনতা বাড়বে। লেখার মান উন্নত হবে।

আমরা আমরাইতো ৷
ভাল থাকুন৷

১৩ ই এপ্রিল, ২০২১ সকাল ৮:৪৯

স্প্যানকড বলেছেন: হুম, একদম সত্যি! আমরা আমরাইতো। ধন্যবাদ, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.