নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

লাইভ !

১২ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০৮

ছবি নেট।

দরাজ গলায় সাহেব কয়
ধর!
শক্ত কইরা ধর।

সাহেব গো
আমারে মাইরা ফেলাও
বাসন্তী কাঁপে থরথর। 

কোন এক বিকেলে
জড়িয়ে চুমে
বলেছিল,
মহল্লার শাহেদ।

ভালোবাসি তোরে
তোর লাগি দেহ মন পুড়ে
নাই ভেদাভেদ।

হাসিতে ফাটে বাসন্তী
তাকায় বার কয়েক
বিড়িতে টান দিয়া জানায়,
" আমার কোন মরদ নাই
সব খদ্দের শালায় ! "

বাসন্তীর
আসল নাম
হুসনা বেগম কলি
ছিল আট ক্লাসের ছাত্রী
স্থায়ী নিবাস,
গ্রাম ঃবকুলপুর
মহকুমা ঃজামালপুর।

বর্তমান নিবাস,
আরিচা, দৌলতপুর
লকডাউনে ধান্ধা নাই
পাঁচ ছয় ইঞ্চির মোবাইলে
লাইভে আসে তাই !


মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শেষটা এমন হবে ভাবতে পারি নি। রূঢ় বাস্তবতা।

১২ ই এপ্রিল, ২০২১ রাত ১০:১২

স্প্যানকড বলেছেন: এই নিয়ে চলতে হবে চলছি। এই হলো সমাজ, রাষ্ট্র! কিচ্ছু বদল হওয়ার নাই। ধন্যবাদ, ভালো থাকবেন।

২| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৩৯

নব ভাস্কর বলেছেন: বড় কষ্ট পেলাম.....

১২ ই এপ্রিল, ২০২১ রাত ১০:১৪

স্প্যানকড বলেছেন: আমারও কষ্ট লাগে। উপায় কোন নাই আর! ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কঠিন বাস্তবতা ফুটে উঠেছে
আপনার কাব্যে।
এমন কেন .হয় ?

১২ ই এপ্রিল, ২০২১ রাত ১০:১৫

স্প্যানকড বলেছেন: এই হয় আমরা শুধু করি অভিনয় ! ধন্যবাদ, ভালো থাকবেন।

৪| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ১০:১১

বিদ্রোহী সিপাহী বলেছেন: সমাজের বদল কি ঘটবে না?

১২ ই এপ্রিল, ২০২১ রাত ১০:১৬

স্প্যানকড বলেছেন: জানি না, যারা জানে তারাও তো কিছু কয়না ! ধন্যবাদ, ভালো থাকবেন।

৫| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৩০

অন্তু নীল বলেছেন: কঠিন বাস্তবতা

১২ ই এপ্রিল, ২০২১ রাত ১১:১১

স্প্যানকড বলেছেন: হুম, বাস্তব বড্ড বিশ্রী ! ধন্যবাদ।

৬| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ১১:০৬

নেওয়াজ আলি বলেছেন: মন্ত্রমুগ্ধ হয়ে পড়লাম লেখাটা।

১২ ই এপ্রিল, ২০২১ রাত ১১:১২

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।

৭| ১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২৩

ডঃ এম এ আলী বলেছেন:


কবিতাটিতে থাকা কিছু কথামালায় ক্ষীন কন্ঠে হলেও
আজ তাঁরা মুখ খুলছেন। তাদের শান্তিতে থাকতে দিন।
সমাজ দায়িত্ব নেয়নি বলেই তাদের এই করুন হাল
তারপরেও তাদের নিত্য যন্ত্রণা কেন সইতে হচ্ছে?’’
কে দিবে জবাব তার ?

১৩ ই এপ্রিল, ২০২১ রাত ২:০৯

স্প্যানকড বলেছেন: আমরা সবাই দায়ী। আমাদের ভাবনার জায়গা বদল হওয়া দরকার। ধন্যবাদ, ভালো থাকবেন।

৮| ১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৩৭

রাজীব নুর বলেছেন: ছবি এবং কবিতা দুটাই ভালো হয়েছে।

১৩ ই এপ্রিল, ২০২১ রাত ২:১০

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।

৯| ১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: এরা কেন এ পেশা বেছে নেয় বুঝি না :(

১৩ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৫২

স্প্যানকড বলেছেন: আমারও মাথায় আসে না অথচ দুনিয়ায় কত পেশা আছে। অনেকে লোভে অনেকে ফাঁদে পড়ে আসে। একবার এলে সমাজ তো মাথায় তুলবে না। তাই সেদিকেই রয়ে যায়। দোয়া করি আল্লাহ যেন সবাইকে হেফাজত করুক আর এই জঘন্য পেশা বন্ধ হোক। আমীন। ধন্যবাদ, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.