নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট
আমার তো
অঢেল কাজ
প্রেম শালায়
নানান চিন্তায়
যায় যাচ্ছে আজ ।
তোমার
সেই পুরনো আবদার
প্রেম চাই
চাই আদর বেশুমার।
ন'টা পাঁচটার অফিস
কোন এক অলিখিত নিয়মে
রাত আট পর্যন্ত গড়ায়
দাঁত কিড়মিড়
মেজাজ খিচখিচ
নাই উপায়ন্তর হায়!
দৌড়ে
হোঁচট খেয়ে
ফের উঠে
শেষমেশ বাসে চড়া।
ক্লান্ত শরীর বয়ে
ঘেমে ঘেমে
তবেই না
তোমার কাছে ফেরা।
রাতের ম্যানু ;
উস্তা,
ডাল, বর্তা
ঘড়িতে
পৌনে বারো ছুঁই ছুঁই।
তোমার
আংগুল খোলে বোতাম
আমি,
চতুর্থ শ্রেণির কর্মচারী
সব হালতে নীচে রই !
১৪ এপ্রিল ২১ ।
১৪ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০৫
স্প্যানকড বলেছেন: হুম, গলদ হালত ! ধন্যবাদ।
২| ১৪ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৪১
শায়মা বলেছেন: ভাইয়া এখন লকডাউন।
কাজেই নো অফিস নো বাসে দৌড়ে ওঠা। নিশ্চিন্তে বাসায় বসে বসে ঘুমাও।
১৪ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১০
স্প্যানকড বলেছেন: আপু ,
এইতো আরও বাড়ছে জ্বালা !
সারাদিন হইচই খিটমিট
কতদূর আর কই!
চতুর্থ শ্রেণির কর্মচারী গলদ হালতে সদা রই !
ধন্যবাদ, ভালো থাকবেন। সাবধানে থাকবেন।
৩| ১৪ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১২
শায়মা বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা ভাইয়া- আমার পান্তাবুড়ির পক্ষ থেকে....
৪| ১৪ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১৫
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ আপু , এ তো না চাইতেই বৃষ্টি জল। তাই চোখ টলমল ! ভালো থাকবেন। বুড়ী টা কিন্তু বেশ !
৫| ১৪ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১৭
স্প্যানকড বলেছেন: শুভ নববর্ষ @ শায়মা আপু। ভালো থাকবেন।
৬| ১৪ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৪৫
বিদ্রোহী সিপাহী বলেছেন: ন'টা পাঁচটা সময়ের হেরফের আর দুই কূলেই দ্রুত পৌছুনো এটাই কর্মচারীদের নিয়তি।
৭| ১৪ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩৫
স্প্যানকড বলেছেন: নিয়তির লিখন যায়না খন্ডন ! ধন্যবাদ, শুভ নববর্ষ। ভালো থাকবেন।
৮| ১৫ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০৭
রাজীব নুর বলেছেন: বেশ।
১৫ ই এপ্রিল, ২০২১ সকাল ৮:৫৮
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ১৪ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
তোমার আঙুল খোলে বোতাম
আমি চুতুর্থ শ্রেণির কর্মচারি
সব হালতেই রই