নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
আচ্ছা, এই যে আমরা দুনিয়ায় আছি। এই দুনিয়া এক সময় ধ্বংস হবে নিশ্চিত। দুনিয়া ধ্বংসের আলামত হিসেবে অনেক আলামত বা নিদর্শন এর কথা ইসলাম ধর্মে পবিত্র কুরআনে আলোচনা করা হয়েছে। সব চেয়ে বড় আলামতের একটি হবে দাজ্জাল। দাজ্জাল আরবি শব্দ। যার অর্থ, যে মিথ্যাচার করবে ধোঁকা দিবে অনায়াসে সকল মানব জাতিকে।
এই দাজ্জাল এর কথা পবিত্র বাইবেলে ও উল্লেখ আছে। যার নাম এন্ট্রি ক্রিস্ট ! ইসলাম ধর্মের অনুসারী থেকে শুরু করে ইহুদি, খ্রিস্টান ধর্মের অনুসারী গন ও এর অপেক্ষায় আছে।
তবে ইসলাম ধর্মে তার কিছু লক্ষ্মণ স্পষ্ট করে বলে দেয়া আছে। সে দেখতে কেমন হবে। তার শক্তি কেমন হবে ইত্যাদি। দাজ্জাল কে নবী ঈসা আঃ হত্যা করবে ইসরায়েইলে।
দাজ্জাল ততক্ষণ পর্যন্ত দুনিয়ায় আসবে না যতদিন না তার মনের মতো পরিবেশ দুনিয়ায় তৈরী হয়। এ পরিবেশ তৈরী হওয়া শুরু হয়ে গেছে। প্রস্তুতি চলছে।
দাজ্জাল আসার পুর্বে টানা তিন বছর কোথাও কোন বৃষ্টি হবে না। এই যে আজকাল দেখছি, পৃথিবীর নানা দেশের জলবায়ুর পরিবর্তন। স্নো স্টর্ম! গরমের দেশে গরম বেড়ে যাচ্ছে দিন কে দিন। জলবায়ুর দ্রুত পরিবর্তন হচ্ছে।
এখন করোনা চলছে, যারা বিত্তবান আছেন তাদের আরও বিত্তশালী হওয়ার সুযোগ এসে পড়বে। সমানে মরবে গরীব ! এমতাবস্থায় জলবায়ুর এমন ধাক্কা যদি হয় ! সে সময় খিদার চোটে মানুষ ঈমান হারা হয়ে যাবে।
যেমন, ব্রিটিশ পিরিয়ডে দুর্ভিক্ষের সময় অনেক মুসলমান খ্রিস্টান হয়ে গেছে শুধু চার্চ থেকে খাবার মিলবে এই আশায়। জীবন বাঁচাতে !
সে সময় যদি কেউ এসে বলে, " আমি খোদা" ( নাউজুবিল্লাহ ) । আমারে মানলে খাবার পানি সব মিলবে তখন মানুষ অনায়াসে মেনে নেবে কারণ খিদার চেয়ে বড় হারামি কিচ্ছু নাই!
তাই নবী মুহাম্মাদ সাঃ বলেছেন " শেষ সময়ে ঈমান ধরে রাখা হবে জ্বলন্ত কয়লা হাতে রাখার সামিল "। মানে জ্বলন্ত কয়লা ধরে রাখা যেমন কষ্টকর হবে ঈমান ধরে রাখা তেমন কষ্টের হবে।
এর চিহ্ন এখন পাওয়া যায় বিশেষ করে আমাদের দেশে সুদ, ঘুষ, খুনাখুনি, খাবারে বিষ, ইসলাম এর আড়ালে জমজমাট ব্যবসা, নারী নিয়ে ফুর্তি ইত্যাদি নরমাল বাংলাদেশে।
অথচ পাঁচ বার বলা হচ্ছে " হাইয়া আলাল ফালা " মানে এসো কল্যাণ এর পথে, সফলতার পথে "।
দিন কে দিন মানুষ ধর্ম থেকে বেরিয়ে যাবে বিশেষ করে ইসলাম থেকে শুধু গোটা কয়েক ঈমানদার টিকে থাকবে।
আজ করোনা কাল আরও বড় কিছু অপেক্ষা করছে। তাই এখনই সময় নিজেকে পুরাপুরি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেয়া। ভালো থাকবেন সকলে।
২| ১৬ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৩৭
স্প্যানকড বলেছেন: দাজ্জাল আসার পুর্ব লক্ষণ ! ভালো থাকবেন।
৩| ১৬ ই এপ্রিল, ২০২১ রাত ১:৩০
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: আল্লাহ মহান। পৃথিবী আবার শান্ত হবে, হেসে উঠবে নতুন সূর্য ।
১৬ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:২৮
স্প্যানকড বলেছেন: আল্লাহ মহান ! কিন্তু মানুষ কি সৃষ্টির সেরা হতে পারছে ? ভালো থাকবেন ।
৪| ১৬ ই এপ্রিল, ২০২১ রাত ৩:৫০
নেওয়াজ আলি বলেছেন: আত্মসমর্পণ করার আগে মসজিদ বন্ধ হয়ে যাচ্ছে দেশে
১৬ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:২৯
স্প্যানকড বলেছেন: আত্মসমর্পণ করতে মসজিদ লাগে না। ঈমান লাগে। ধন্যবাদ, ভালো থাকবেন।
৫| ১৬ ই এপ্রিল, ২০২১ ভোর ৬:৫৮
লাতিনো বলেছেন: করোনা গরীবকে আরো গরীব করে ফেলবে। এই অবস্থায় দাজ্জাল নেমে এসে যদি বলে আমাকে খোদা মান, আমি তোকে খাওয়াব। তখন তার অনুসারীর সংখ্যা অবশ্যই বাড়বে। আমার মনে হয় মামুনুল হক এরকম এক দাজ্জালের খপ্পড়ে পড়েছিল।
৬| ১৬ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৫৩
স্প্যানকড বলেছেন: মামুনুল হক এর হিসেব সে দিবে। নিজেরা কি করব তাই ভাবি। মামুনুল হক কে? উনি ক ইসলামের অংশ? ফালতু একটা। এদের কথা ভাবা আর নিজের সময় অপচয় করা। ভালো৷থাকবেন।
৭| ১৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:০৯
রাজীব নুর বলেছেন: ওকে।
৮| ১৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:২১
বিদ্রোহী সিপাহী বলেছেন: পৃথিবীবাসীর জন্য সামনে আরো কঠিন কিছু অপেক্ষা করছে। ঈমান রাখা বা আল্লাহর উপর বিশ্বাস ও ভরসা এখনইতো খুবই কঠিন।
লেবাসধারীরা ইসলামের রক্ষক সেজে বসে আছে আর প্রকৃতরা আড়াল নিলেন।
৯| ১৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১১
চাঁদগাজী বলেছেন:
পৃথিবী/সৌর জগতের ধ্বংস নিয়ে ধর্মগুলো যা বলেছে, ওগুলো ভুল ধারণা; সঠিক ধারণা দিয়েছেন বিজ্ঞানীরা।
১৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২৪
স্প্যানকড বলেছেন: তাই নাকি ! ধন্যবাদ।
১০| ১৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১৩
চাঁদগাজী বলেছেন:
ধর্মীয় ইমানদারদের সংখ্যা কমলে ভালো ছাড়া খারাপ হবে না।
১৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২৪
স্প্যানকড বলেছেন: দেখি কি হয়! ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ১৬ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১৮
রাজীব নুর বলেছেন: সম্ভুবত এই ''করোনা'' ই দাজ্জাল।