নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট
ফজর আলি
টং দোকানদার
এছাড়া অন্য
নাই স্ট্যাটাস তার।
ফজর আলি
ফজর ওয়াক্তে
টং এর ঝাঁপি তুলে।
সারাদিন ফজর আলির
টং এর ভেতরে কাটে
মাঝেমধ্যে যায় বাইরে
প্রাকৃতিক কামে ।
ফজর আলির বয়স পঞ্চাশ
চওড়া তার বুক কাঁদ
ফজর আলি
শোনে এফ এম
রাতদিন বার মাস।
ফজর আলি
দুই ঈদে যায় বাড়ি
শক্তপোক্ত মরদ
খোজে না অন্য নারী ।
ফজর আলির
মনোযোগ কাড়ে
কাস্টমার
নানান তদের প্যাঁচাল
রুটি, কলা,
বিড়ি, সিগারেট, চা, পান
চলে ভেজাল!
ফজর আলি ঘুমায়
পুরা মহল্লা ঘুমালে
ফজর আলি জানে
কোন সাহেব
কোন যুবক
বড়ি, কন্ডম চায়
আঁধার যখন নামে।
লকডাউনে
ফজর আলি
চোখে দেখে আন্ধার
গোসসা করে যায় চলে
বড় বট গাছটায়
গামছা গলায় ঝুলে৷
ফজর আলি
আর শোনে না
রাজনৈতিক আলাপ
ফজর আলি
জানতে চায় না
এ শহরে কে কার বাপ !
১৯ এপ্রিল ২১।
২০ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:০৪
স্প্যানকড বলেছেন: এহন লকডাউন ! হেতি তো মরি গেছে ! ধন্যবাদ।
২| ২০ শে এপ্রিল, ২০২১ ভোর ৪:০৫
কবীর হুমায়ূন বলেছেন: একজন নিরীহ মানুষের জীবনবোধের চিত্র সুন্দর করে শব্দের তুলিতে এঁকেছেন। ভালো লেগেছে। শুভ কামনা আপনাকে কবি।
২০ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:০৫
স্প্যানকড বলেছেন: অনেক ধন্যবাদ , ভালো থাকবেন। শুভ কামনা রইল ।
©somewhere in net ltd.
১| ২০ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৪১
রাজীব নুর বলেছেন: ফজর আলী কে বলবেন ইফতারের সময় দোকান খুলতে কম বেশী বেচা কেনা হবেই।