নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট
আমাদের অনেক স্বপ্ন ছিল
স্বপ্ন গুলি ক্রমশ তলিয়ে যাচ্ছে
আমাদের অনেক না বলা কথা ছিল
কথা গুলি,
ফালানির মতন ঝুলে আছে
ঠোঁটে ঠোঁটে।
আমাদের চোখ,
অন্যায় দেখতে দেখতে সয়ে গেছে
আমাদের কর্নে
আজ অন্য কিছু
খুব যতনে প্রবেশ করে
ইচ্ছের বিরুদ্ধে।
আমাদের একটা নদী ছিল
ছলাৎ ছলাৎ শব্দে নাও চলত
এখন,
হাঁটু জল
নরম কাঁদায় লেপ্টে যায় পদ যুগল।
আমাদের ভাষায় প্রতিবাদ ছিল
ছিল রক্তে বারুদে মিশানো মিছিল
ছিল সাহসী যুবক, যুবতী
কিষাণ, কিষাণী
এখন,
পোতানো বোম
ফুস শব্দে চুপচাপ ঘুমিয়ে
বেলা করে পাড়
মরচে পড়ে অব্যবহৃত হয়
চাষের একমাত্র লাঙল।
আমাদের বাদশাহ,
উজির, সেনাপতি, সৈন্য
হেরেম সব আছে
তবুও
নিহত হয়
স্বপ্নের পাখি।
ফুরায় এসব রাত দিন
আমাদের শূন্যতা
কামড়ে ধরে
সব কটি আংগুল !
২০ এপ্রিল ২০২১।
২১ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:১৯
স্প্যানকড বলেছেন: স্বপ্ন তলালে মানুষ ও তলায় যায় বা ডুবে যায়। স্বপন ছাড়া কেউ বাঁচতে পারে না। ধন্যবাদ, ভালো থাকবেন।
২| ২১ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:০৬
পুকু বলেছেন: আপনার কবিতার নাম মর্ডান আর্টের মতো।বুঝেও কিছু বুঝলাম না।
২১ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:২৬
স্প্যানকড বলেছেন: তাই নাকি ! এইতো কিছুটা বুঝে গেছেন ঃ) যখন সময় আপনার বিপক্ষে যায় তখন আপনার শরীর ও আপনার সাথে উল্টা পালটা আচরণ শুরু করে। সব কিছু শেষ করে দিতে ইচ্ছে জাগে নতুন করে শুরু করার ইচ্ছে জাগে। এসব আর কি বলতে চেয়েছি। আমরা হাত দিয়ে কাজ করি সে হাত কারো কামড়ের ভয়ে যদি চুপ হয়ে যায় বা থাকে। এসব বলতে চেয়েছি। ধন্যবাদ, ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২১ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:২১
রাজীব নুর বলেছেন: ২য় লাইন এ স্বপ্ন কিভাবে তলিয়ে যায়?
নাকি আপনিই তলিয়ে গেছেন?