নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট
মামুনুল প্লে বয় এ কথা মিডিয়ার মাধ্যমে এখন আমরা সবাই জানি । উনি তিন বিয়ের মধ্যে মাত্র একটার কাবিননামা দেখাতে পেরেছেন। মামুনুল কারো কাছে আতর খুশবু।কারো কাছে দুর্গন্ধ !
মামুনুল এখন একটা ব্রান্ড! বিশ্বাস হয় না ইউটিউব, ফেসবুকে দেখেন কতজন বলতাছে মামুনুল হেন মামুনুল তেন। ঝড়ের গতি, আলোর গতিতে শেয়ার করুন। এতে লাভ কি ?ভিউ বাড়বে কিছু কড়কড়ে নোট আসবে এইতো ! এই যে ধান্ধা শুরু হইছে সরকার এর উচিত এসব ধান্ধাবাজ দের পশ্চাৎপদ এ সুন্দর করে সুন্দরী গাছের লাকড়ি চালান করে দেয়া ।
আচ্ছা, এরা নাকি ইসলামের হেফাজত এর দায়িত্ব নিছে। তাইলে এত মিছা কথা কয় কেমনে ? মিথ্যে লাইভ প্রচার করে। সেই চন্দ্রমানব সাঈদীর ফরমুলা অনুসরণ। কেন ভাই ?
আসিফ নজরুল হুমায়ুন আহমেদ এর মেয়ের জামাই এদের পক্ষে সাফাই গায়। মির্জা সহ আরও অনেকে। কেন? আমরা জানি, আসিফ নজরুল পেইড বুদ্ধিজীবি। তিনি প্রতি টক শোতে এত কথা বলেন এর বিনিময়ে প্রচুর অর্থ নিয়ে থাকেন।
সরকারের ও আছে কেউ এমন ! এদের কারণ এ আমরা কনফিউজড জাতিতে পরিণত হচ্ছি।
তাই এখনকার জেনারেশন দেশপ্রেম বলতে বুঝে জামা, টি শার্ট, ব্লাউজ, শাড়ি লাল সবুজ ! ফেসবুকে সেলফি, টিকটক ভিডিও ইত্যাদি ।
মামুনুল মামুনুল বইলা যে মাতম চলছে মিডিয়া গুলিতে এর বদলে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশী হয়ে করোনা থেকে হয়তো রেহাই দিত মোদের।
মামুনুল এর দলের আরেক ব্রান্ড বাবু নগরী। তিনি কুড়ি বছর পাকিস্তানের মাদ্রাসায় পড়াশোনা করে দেশে ফিরছেন। তিনি যে তালেবানী সবক নিয়া আসেন নাই তার গ্যারান্টি কি ? সরকারের এদিকে একটু চোখ রাখা দরকার ।
আচ্ছা, ধরলাম মোদের হেফাজত দেশ পরিচালনা করতে আসল ! তারা কতদূর আন্তর্জাতিক রাজনীতি বুঝে? কতদুর দেশকে এগিয়ে নিয়ে যাবে ? তাদের আসল উদ্দেশ্য ক্ষমতায় আসা ইসলাম লগে থাকলে সুবিধা তাই রাখে আর কি ! ক্ষমতায় এসে হেরেম খানায় সুন্দরী দের নিয়ে কামলীলায় মাস্তিতে থাকা এই মুল উদ্দেশ্য।
শেষ করছি, ২০১৩/১৪ তে যখন জামাত, বি এন পি জ্বালাও পোড়াও আকাম শুরু করল। ভুলে একবার আমেরিকার এম্বাসির গাড়িতে হামলা করেছিল। এ খবর পেয়ে সাথে সাথে দুঃখ প্রকাশ শুরু করল । এই হলো এদের চরিত্র নাম না জানা ফুলের মতন পবিত্র !
২১ শে এপ্রিল, ২০২১ সকাল ৮:৪৯
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।
২| ২১ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:৫৭
নুরুলইসলা০৬০৪ বলেছেন: মামুনুলরা মাদ্রাসার ছাত্রদের ব্যবহার করে ক্ষমতায় আসতে চেয়েছিল।এটা বুঝতে পারেনাই সরকারের হাত কতটা লম্বা।
তার কিছু ইমানী পুত্র আছে,এর কয়েকটা ধরা পরলেই লাফালাফি শেষ।
২১ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:১২
স্প্যানকড বলেছেন: হুম, এরা রাজনীতিকে মনে করছে ওয়াজ মাহফিল ! ধন্যবাদ, ভালো থাকবেন।
৩| ২১ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:১৭
রাজীব নুর বলেছেন: আমার বিয়ের কাবিননামা হারিয়ে গেছে।
এখন কোনো ঝামেলা হলে আমি কাবিননামা দেখাতে পারবো না।
২১ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:১৭
স্প্যানকড বলেছেন: ঝামেলা মুক্ত এলাকায় ঘুরতে যাইয়েন। যেখানে আপনি বললেই সবাই বিশ্বাস করবে আপনি ঠিক আছেন। আপনাকে যে কাজি বিয়ে করিয়েছেন তাকে ফোন দিয়ে সব খুলে বলেন। দেখবেন উনি ঠিকই ব্যবস্থা করে দিবেন। বাংলদেশে সম্ভব না এমন কোন কাম আছেনি যেহানে মরা মানুষ ও ভোট দিয়া যেতে পারে ! ভালো থাকবেন।
৪| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০৫
রাজীব নুর বলেছেন: হা হা হা---
কাবিননামা নতুন করে তুলতে হবে। তুলে ফেলব।
২২ শে এপ্রিল, ২০২১ রাত ১:১৯
স্প্যানকড বলেছেন: জলদি কইরেন। একটু ভুলে কি হবে ভাবছেন ?
৫| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০৭
রাজীব নুর বলেছেন: বিয়ে করেছি ৭ বছর আগে। সেই হুজুরকে খুঁজে পাই কিনা কে জানে!!!
২২ শে এপ্রিল, ২০২১ রাত ১:২১
স্প্যানকড বলেছেন: সাত শুভ নম্বর। পাইয়া যাইবেন খোঁজ খবর করেন। তাছাড়া কত তরিকা আছে না দেশে। এত চিন্তা কিসের। ভালো থাকবেন।
৬| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ১:০৬
নতুন বলেছেন: দেশের মানুষ বই পড়ে জ্ঞান অর্জন করেনা বরং ফেসবুক পড়াশুনা করে।
সামনে এই রকমের রুহানী সন্তানের সংখ্যা আরো বাড়বে যদি এমন করে ওয়াজবাজ হুজুরদের ভন্ডামীর স্বীকার হবে।
২২ শে এপ্রিল, ২০২১ রাত ১:২৩
স্প্যানকড বলেছেন: সেই সুযোগ আসবে না যদি না মানুষ বলদ হয়। ধন্যবাদ, ভালো থাকবেন।
৭| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ১:২৬
নতুন বলেছেন: বিভিন্ন মিডিয়ার ফেসবুকে যেই রকমের কমেন্ট পড়ি তাতে সমাজের মূর্খদের সংখ্যাই তো বেশি দেখি। এরাই ব্রেনওয়াসড বেশি হয়।
২২ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৩
স্প্যানকড বলেছেন: বহু দিনের শিকড় এক দুই দিনে কেমনে শেষ হবে বলেন ? সাবধান হতে হবে আরও। ধন্যবাদ, ভালো থাকবেন।
৮| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ৩:৩৫
সোহানী বলেছেন: দেশটাতো এ মামুনুলরাই দূর্গন্ধে ভরে ফেলেছে। এদের হাত থেকে কিভাবে সাধারন মানুষরা বাঁচবে??
২২ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৫
স্প্যানকড বলেছেন: এদের আশ্রয়দাতা দের ঠেং খোঁড়া করে দিলে সাধারণ মানুষ বাঁচবে বলে আমি মনে করি। ভালো থাকবেন।
৯| ২২ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৯
বিদ্রোহী সিপাহী বলেছেন: একশন শুরু হইসে...
২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১:৩২
স্প্যানকড বলেছেন: একশন! একশন ! ডাইরেক্ট একশন ! সব একশনের রিএকশন ও আছে মাথায় রাখতে হবে কিন্তু৷! ধন্যবাদ, ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২১ শে এপ্রিল, ২০২১ ভোর ৫:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সঠিক বলেছেন।
এদেরকে নিপাত করা জ রু রী।