নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

এখন আর ভুল হয়না !

২২ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৪৫

ছবি নেট৷

এখন আর
ভুল হয়না
যা হওয়ার হয়ে গেছে।

এখন ও
পাতা উড়িয়ে ঝড় আসে
বৃষ্টি জল নামে টুপটাপ
আমি ভীষণ চুপচাপ।

এখন আর
তোমারে জড়িয়ে
ভিজার ইচ্ছে জাগে না
কেমন জানি,
শীত শীত লাগে!

এখন আর
কেউ হাত ধরেনা
ঠোঁট ঘষেনা ঠোঁটে
হাত পিছলে গেছে
অজানা কারো আহ্বানে
ঠোঁট কালচে নীল
নোনা জলে ছিপ ফেলে
বর্ষীয়ান জেলে।

এখন আর
কেউ অমন কথা কয়না
বিরহ
যদিও
মোর গয়না।

এখন আর প্রেম হয়না
দ্রিম দ্রিম ফুটেনা বোম
হৃদ মাঝারে।

অভিনয় চলে সগৌরবে
কোন লাইভ, একশন
কওয়া লাগে না।

২১ এপ্রিল ২১ ।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৫৫

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: দারুণ ছন্দময় কবিতা।

২২ শে এপ্রিল, ২০২১ রাত ১:১৩

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন। সাবধানে থাকবেন।

২| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ৩:১৭

রাজীব নুর বলেছেন: ভুল না হলেই ভালো।

ভালো থাকুন। শুভ রাত্রী।

২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:১৫

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। দুঃখিত! দেরি তে মন্তব্যের জন্য। শুভ অপরাহ্ন ।

৩| ২২ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:৪৪

পদ্মপুকুর বলেছেন: আপনার সব কবিতাই অন্যরকম।

২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:১৬

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন। দোয়া করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.