নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

জিউস ও তার গোপন থিউরি !

২৪ শে এপ্রিল, ২০২১ রাত ২:৩৫

ছবি নেট ।

দেখি দুয়ার খুলে
কেউ একজন দাঁড়িয়ে
মুখ খানা ভার
কপালে বিন্দু বিন্দু ঘাম
জিগ্যেস করার
সময় পেলাম না আর 
আমি জিউস!
এলো চটজলদি জবাব।

জিউস!
কে আপনি?
এ মহল্লায় নতুন?
কি চান?
টাকা পয়সা নাই
অন্য জায়গা যান।

আমি জিউস!
আপনি জিউস হোন
আর ফিউস!
কি বলেন জলদি  ?
রক্ত উঠাবেন না মস্তকে
জানি কি আপনার ফন্দি।

হাসল একগাল
বোকা!
এত অধৈর্য্য হচ্ছিস কেনে
একাই থাকিছ?
রোজীর সাথে চলে ?

কি বলছেন যা তা
ঐ তো
মুনির মিয়ার বউ
ফারিয়ার মাতা !

দুয়ার খোল
ভেতরে তোর
অন্য বোল
এতক্ষণে ফিরল হুশ
এ তো
দেবতাদের দেবতা।

অন্যের দেখেন দোষ
আপনার বধু
সেও তো
আপনার প্রতি নাখোশ।

বোকা!
দেবতাদের অংগে কন্ডম
শোভা পায় না
তাই তোরা মানুষ !

২৩ এপ্রিল ২১ ।



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০২১ রাত ২:৫০

রাজীব নুর বলেছেন: বেশ।
জিউস এর একটা ঘোড়া ছিলো। সেই গোড়ার অলৌকিক ক্ষমতা ছিলো।

২৪ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:২৭

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.