নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

কিছু প্রশ্ন ?

২৫ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৩

ছবি নেট৷।

আমাদের মাথা ব্যথা হলে কি করি?চটজলদি কোন দাওয়াই নিয়ে ফেলি। সমাজের ও মাথা ব্যথা হয় এই আমাদের কারণে। সমাজ কে তো আর দাওয়াই দেয়া যায় না। দিতে হয় যাদের কারণে হয় তাদের। সরকার সেই কাজটা করছে।

এই যে আমাদের হুজুর গুলি এত ওয়াজ করে। এদের বিষয়গুলি কি থাকে? খুব সুক্ষ্ম উপায়ে যৌন সুড়সুড়ি বা সফট পর্ণ দেয়া। যেমন, স্ত্রী সহবাস এর সময় কোন পদ্ধতি অবলম্বন করবেন। স্বপ্নদোষ হলে রোজা শেষ। হিন্দি জনপ্রিয় গানের সুরে গজল গাওয়া ইত্যাদি।

তবে সব হুজুর গন এমন করে না। গোটা কয়েক আছে আর এরাই ইউটিউব, ফেসবুক আরও অন্যান্য সাইটে সরব থাকে সব সময়।

এদের কখনো দেখবেন না শুনবেন না সৌদির বিরুদ্ধে ওয়াজ করতে। এই ওয়াহাবি সরকার ইয়েমেনে যা করছে তার বিরুদ্ধে কিছু বলতে।

মোদির বদলে যুবরাজ সালমান আসলে কি এমন তান্ডব করতে পারত? কুড়িটি প্রাণ যেত? বর্তমানে এই ওয়াহাবি সরকার তাদের পাঠ্যক্রমের ভেতর রামায়ণ মহাভারত যোগ করেছে। এই কাজ গুলিকে কিভাবে দেখছেন? সুক্ষ্ম উপায়ে ইসলাম নিধন করার চেষ্টা নয়তো?জ্ঞ্যান-অর্জন এর জন্য এই কাজ কতটুকু সঠিক? আমাদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হলে এতক্ষণে হুজুর দের তান্ডবলীলা শুরু হয়ে যেত তাই নয় কি?

এ হুজুর দের অতিরিক্ত বাড়াবাড়ির কারণে ইসলাম বিপদে আছে বাংলাদেশে !

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:১২

নতুন বলেছেন: ওয়াজ এখন একটা পেশা, যত সো অফ করতে পারবে সেই বক্তা তত বেশি জনপ্রিয়, ততবেশি টাকাপয়সা।

ওয়াজের অনেক অংশে থাকে নারীরা কি কি করলে জাহান্নামে যাবে। আর যৌন শুরশুরি তো আছেই।

অবশ্য ইউটিউবে বেশি ভিউ পাবার জন্য এই সবের প্রচার বেশি করে ভিডিও বানায় কিছু পুলাপাইন।

২৭ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

স্প্যানকড বলেছেন: প্রচারে প্রসার। প্রসারে টাকা। ধর্ম শোনে মানে ক্যাডা? এই তাদের নীতি। ভালো থাকবেন। ধন্যবাদ।

২| ০৫ ই মে, ২০২১ রাত ২:৫৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.