নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

আমার শহর ধুলো মাখা কফিন !

২৭ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৭

ছবি নেট ।

আমার শহর
খুব চেনা
গর্ব করে বলতাম, 
আজ জানতে পারলাম
কতটা স্বার্থপর।

লকডাউনে রোজ
এক নিয়মে বারান্দায় দাঁড়াই
রোদ পোহাই
হাতে সিগারেট নিভে জ্বলে
আমার দৃষ্টি
এদিক সেদিক ঘুরে
যাকে দেখে গলে
সে কেউ নয়
অপর পাশের দোতলার বাসিন্দা
নাম তার পারুল।

চোখে চোখে হতো কথা
বারান্দা থেকে বারান্দা
ছাদ থেকে ছাদ
এত কাছের মনে হতো
হাত বাড়ালেই
পাওয়া যাবে
ওর গাল, ঠোঁট, কাঁদ।

শেষ যেদিন দেখি
সেই চাহনি
তিলে তিলে মারছে আমায়
ওর বাবার চাকরি গেল চলে
এত খরচা যোগাবে কিসে
ভেতরে নানান ডর।

তাই দিল ছেড়ে
রঙ মাখা
মিথ্যে বুলিতে ঠাসা
এ শহর।

প্রতিদিন বদলে যাচ্ছে
প্রতিদিন খসে যাচ্ছে
প্রতিদিন হারাচ্ছে রুপ
অগনিত মানুষের ভীড়ে
এক বিষাদগ্রস্ত শহর।

চিকন গলির শেষ মাথায়
বড় রাস্তা যেখান থেকে শুরু
সেখানে
সোবহান সাহেব এর মুদি দোকান
লোকটার হাসি অন্যরকম আজ।
পাওনাদারদের ফোন দিলে
মোবাইল পায় বন্ধ
রোদেলা দুপুরে
মাথায় পড়ে বাজ !

আমার শহর
কমে যাচ্ছে ভীড়
টিভির স্ক্রিনে
খবর,
করোনায় ধরছে না
খুব সহজে চিড়।

আমার শহর
বড্ড অচেনা
লাগছে শ্রীহীন
ডাট ভাংগা চশমা
ঝাপসা নজর
পেড়েক ঠোকা যীশু
ধুলো মাখা কফিন !

২৭ এপ্রিল ২১।




মন্তব্য ৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫৬

অক্পটে বলেছেন: সুন্দর প্রকাশ। বরাবরের মতো ভাল লিখেছেন। পৃথিবীর সব চিরচেনা শহরই খুব দ্রুত বদলাবে। করোনায় অনেক কিছু বদলাতে বাধ্য। যদি মানুষের মনটাও বদলে সুন্দর মনের অধিকারী হতো মানুষ তাহলে আরো ভালো হতো।

২| ২৭ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:১১

স্প্যানকড বলেছেন: মানুষ বদ অভ্যাস করে ফেলেছে। একদিনে কি আর যায় বলেন। সময় লাগবে। আবার উল্টো চিত্র হতে পারে অনেক কিছু হারানোর বেদনায়। ধন্যবাদ, ভালো থাকবেন।

৩| ২৭ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪০

অধীতি বলেছেন: আসলেই এখন বিষাদগ্রস্ত শহর।

২৭ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪০

স্প্যানকড বলেছেন: হুম, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।

৪| ০৫ ই মে, ২০২১ রাত ২:১৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.