নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
তোমারে এক রত্তি ছোঁয়ার আশায়
আমার হাত শক্তপোক্ত
ঘেমে ঘেমে পরিশ্রমী
চোখ দুইটা
রাইত জাগতে জাগতে
পুবের বিলের উপর
লটকে থাকা
টকটকে লাল সুরুজ
বিলাচ্ছে আগুন।
আজ
বাহিরে রোদের মেজাজ কড়া
ভাদ্র মাসের
তালের কচি শাঁসের মতন
ধবধবে সাদা তোমার গা
দেইখ,
পুইড়া যেন না যায় !
তোমার শূন্যতা
আমারে খেয়ে চলেছে
এত খিদা
এত জ্বালা
সকল লোক
সহজে ধরে ফেলে।
ধরা দাও একবার
বাড়াও হাত
কথা কই
আরাম লই।
এসো কাছে
বস পাশে
ঝড় হয়ে যাও
লন্ড-ভন্ড হই।
আগুন হয়ে যাও
পুড়ে পুড়ে
ছারখার হই।
তোমার কেন এত ভয়?
এত লাজ সংশয় !
নদী হয়ে যাও
আমি,
পানকৌড়ির মতন
ভিজে ভিজে
ডুবে ডুবে
যেন হতে থাকি
পুরোদস্তুর ক্ষয় !
( পহেলা মে সন একুশ ।)
০১ লা মে, ২০২১ রাত ৯:৫১
স্প্যানকড বলেছেন: ছোট বড় আসল কথা না। কথা হইল মনের ভাবটা যে আছে না ওটার বহিঃপ্রকাশ ঠিক হইল কি না। এক লাইনের ও কবিতা হতে পারে। আর্নেস্ট হেমিং ওয়ের ছয় লাইনের গল্প আছে।ভালো থাকবেন মুরুব্বি।
২| ০২ রা মে, ২০২১ রাত ২:০৬
স্প্যানকড বলেছেন: থুক্কু ভুল হইছে মুরুব্বি ছয় শব্দের ! ভালো থাকবেন।
৩| ০৪ ঠা মে, ২০২১ রাত ১০:৩৩
রাজীব নুর বলেছেন: মন্দ নয়।
©somewhere in net ltd.
১| ০১ লা মে, ২০২১ সন্ধ্যা ৭:৪৭
চাঁদগাজী বলেছেন:
বাক্যকে ছোট আকারে লিখলেই কি উহা কবিতা হয়ে যায়?