নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট !
হালায়!
ইটটুন খানি জায়গা
এত চাপাচাপি
হুইয়া যে,
মনের শান্তিতে
আসমানের চান দেখমু
৭০৭ নম্বর বিড়িতে কয়টা
দিমু সুখ টান
তার জো নাই।
হোন,
রাস্তার মোড়ে
নিয়ন বাত্তির তলে যাইয়া
পা চ্যাগাইয়া থাক হুইয়া
পাবি মেলা জায়গা।
ভালোই কইছত!
খাম্বার তলে হুই
মাতাল, জুয়ারি
আইসা মুতে যাক
লগে গলির কুত্তা!
হোন,
বড় মাইনষের মুতেও আশীর্বাদ!
জীবনে পাবি নতুন মোড়
তাইলে তুই যা
যাস না ক্যান?
আমার চাপাচাপিতে সুখ !
০৫ এপ্রিল ২১।
০৫ ই মে, ২০২১ বিকাল ৫:২৮
স্প্যানকড বলেছেন: হুম, আসলেই তাই কিন্তু বুঝে না কেউ বুঝে না। ধন্যবাদ, ভালো থাকবেন।
২| ০৫ ই মে, ২০২১ দুপুর ২:০১
শেহজাদী১৯ বলেছেন: চাপাচাপি কেনে?
কয়জন থাকেন এক রুমে?
০৫ ই মে, ২০২১ বিকাল ৫:২৯
স্প্যানকড বলেছেন: কোন রুম ফুম দেয়াল ফেয়াল নাই সিধা আসমানের নীচে! বুঝেন নাই ব্যাপারটা!
৩| ০৫ ই মে, ২০২১ বিকাল ৩:৪২
স্বর্ণবন্ধন বলেছেন: শেষ অংশে কয়েক লাইনে অনেক কথা বলে দিয়েছেন। অনেক ভাবে তাকে বিস্তৃত ব্যাখ্যা করাও সম্ভব। শুভকামনা।
০৫ ই মে, ২০২১ বিকাল ৫:৩০
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন ।
৪| ০৫ ই মে, ২০২১ বিকাল ৫:৩১
শেহজাদী১৯ বলেছেন: আসমানের নীচেও চাপাচাপি? কি কন?
০৫ ই মে, ২০২১ রাত ৯:৪৭
স্প্যানকড বলেছেন: চাপাচাপি বাড়ছে !
৫| ০৫ ই মে, ২০২১ রাত ৮:৫১
নেওয়াজ আলি বলেছেন: পৃথিবীটাই জটিল হতে জটিল হচ্ছে
০৫ ই মে, ২০২১ রাত ৯:৪৭
স্প্যানকড বলেছেন: একসময় দুম !
©somewhere in net ltd.
১| ০৫ ই মে, ২০২১ দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: সুখের থেকে স্বস্তিতে থাকা ভালো।