নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

সুখ !

০৫ ই মে, ২০২১ দুপুর ১২:৩৪

ছবি নেট !

হালায়!
ইটটুন খানি জায়গা
এত চাপাচাপি
হুইয়া যে,
মনের শান্তিতে
আসমানের চান দেখমু
৭০৭ নম্বর বিড়িতে কয়টা
দিমু সুখ টান
তার জো নাই।

হোন,
রাস্তার মোড়ে
নিয়ন বাত্তির তলে যাইয়া
পা চ্যাগাইয়া থাক হুইয়া
পাবি মেলা জায়গা।

ভালোই কইছত!
খাম্বার তলে হুই
মাতাল, জুয়ারি
আইসা মুতে যাক
লগে গলির কুত্তা!

হোন,
বড় মাইনষের মুতেও আশীর্বাদ!
জীবনে পাবি নতুন মোড়
তাইলে তুই যা
যাস না ক্যান?
আমার চাপাচাপিতে সুখ !

০৫ এপ্রিল ২১।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০২১ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: সুখের থেকে স্বস্তিতে থাকা ভালো।

০৫ ই মে, ২০২১ বিকাল ৫:২৮

স্প্যানকড বলেছেন: হুম, আসলেই তাই কিন্তু বুঝে না কেউ বুঝে না। ধন্যবাদ, ভালো থাকবেন।

২| ০৫ ই মে, ২০২১ দুপুর ২:০১

শেহজাদী১৯ বলেছেন: চাপাচাপি কেনে?

কয়জন থাকেন এক রুমে?

০৫ ই মে, ২০২১ বিকাল ৫:২৯

স্প্যানকড বলেছেন: কোন রুম ফুম দেয়াল ফেয়াল নাই সিধা আসমানের নীচে! বুঝেন নাই ব্যাপারটা!

৩| ০৫ ই মে, ২০২১ বিকাল ৩:৪২

স্বর্ণবন্ধন বলেছেন: শেষ অংশে কয়েক লাইনে অনেক কথা বলে দিয়েছেন। অনেক ভাবে তাকে বিস্তৃত ব্যাখ্যা করাও সম্ভব। শুভকামনা।

০৫ ই মে, ২০২১ বিকাল ৫:৩০

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন ।

৪| ০৫ ই মে, ২০২১ বিকাল ৫:৩১

শেহজাদী১৯ বলেছেন: আসমানের নীচেও চাপাচাপি? কি কন?

০৫ ই মে, ২০২১ রাত ৯:৪৭

স্প্যানকড বলেছেন: চাপাচাপি বাড়ছে !

৫| ০৫ ই মে, ২০২১ রাত ৮:৫১

নেওয়াজ আলি বলেছেন: পৃথিবীটাই জটিল হতে জটিল হচ্ছে

০৫ ই মে, ২০২১ রাত ৯:৪৭

স্প্যানকড বলেছেন: একসময় দুম !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.