নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

একটা চুমু লটকে আছে !

০৭ ই মে, ২০২১ ভোর ৪:২৯

ছবি নেট ।

মানুষটি চলছে
থামতে চাইছে না আর
সিধা যাচ্ছে
জানে না
কি ডান
কি বাম
গলায় অদৃশ্য এপিটাফ
বুক, থুতনিতে বিন্দু বিন্দু ঘাম।

মানুষটি,
মানুষ হতে চেয়েছিল
মানুষটি ক্লান্ত সন্ধ্যায়
হেসে উঠতো
খুঁজে বেড়াতো
কোথায় মার্ক্সবাদ?
কেন এত ধর্ম জাত ?

মানুষটি অমাবস্যার ভেতর
দীর্ঘ সময় হাঁটে
আলো চিনে ভালো
মানুষটি সমুহ পচন ঠেকাতে
লড়ে যায় আজও।

মানুষটি সবার চেনা
দরাজ গলায় করে আহবান,
একটা চুমু
ঠোঁটে লটকে আছে
কে আছ
হও আগুয়ান ।

৬ মে ২১।


মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০২১ ভোর ৬:১৩

ডঃ এম এ আলী বলেছেন:

অপুর্ব হয়েছে কবিতা ।
মানুষটাকে চিনতে পেরেছি ।
শুভেচ্ছা রইল

০৭ ই মে, ২০২১ সকাল ৮:৪০

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ! ভালো থাকবেন।

২| ০৭ ই মে, ২০২১ সকাল ৭:৩৯

জটিল ভাই বলেছেন: সুন্দর চয়ন,
অসাধারণ!

০৭ ই মে, ২০২১ সকাল ৮:৪১

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ! ভালো থাকবেন। দোয়া করবেন।

৩| ০৭ ই মে, ২০২১ সকাল ১১:৫৮

স্থিতধী বলেছেন: কত % এঞ্জেল হলে পরে আমরা কাউকে নিরাপদে শয়তান ডাকতে পারি?

লেখাটা আমি সুচিন্তা ফাউন্ডেশনে ফরোয়ার্ড করে দেবো ভাবতেছি।

৪| ০৭ ই মে, ২০২১ দুপুর ১২:০৮

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! শত % এর পর্যায়ে সাধারণ মানুষ পড়ে না। ধন্যবাদ।

৫| ০৭ ই মে, ২০২১ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: সুন্দর।

০৭ ই মে, ২০২১ বিকাল ৪:৪৩

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ ! ভালো থাকবেন।

৬| ০৭ ই মে, ২০২১ বিকাল ৪:১৫

নেওয়াজ আলি বলেছেন: মুগ্ধকর উপস্থাপন,

০৭ ই মে, ২০২১ বিকাল ৪:৪৩

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ ! ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.