নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

ঈশ্বর ভালো জানেন....

১৬ ই মে, ২০২১ রাত ১:৩৭

ছবি নেট ।

পোয়াতি কুকুরটার স্বামীর ঠিক নাই
প্রশ্নটা করে জনা কয়েক
শিক্ষিত ভাই!
কে যে এ মহৎ কার্যটি সম্পাদন করেছে
তা আজও এক রহস্য!
হয়ত,
লাল্টুর দোকানের সামনে থাকে
সেইটা
নয়তো অন্য মহল্লার
অনুপ্রবেশকারী কেউ
কেউ না কেউ তো বীর্য ঢেলেছে।

পেটে ওর কয়টা সন্তান?
ও কি ভালো মন্দ খেতে পায়?
রোজ রুটিন করে ঘুমায়?
তেমন কিছু জুটেনা আজকাল
লকডাউন চলছে
রাইত হইলে খুব চ্যাঁচায়
স্বামীর কথা মনে করে?
না,
অবৈধ কর্মের ফল পেটে ধরে?
ওর জবান বুঝতে পারে কজন?
নবী সোলেমান থাকলে
ভালো হইত!

আসলে ভালো মন্দের হিসেব
কে কতটা রাখে?
পোয়াতি কুকুরটা আজ
বালুর ট্রাকের তলায় চ্যাপ্টা
বহুদিনের জমা ভ্রুন গুলি
রক্তের সাথে ছিটকে বেরিয়ে এলো 
এর স্বাক্ষী
সোহেলের দোকানের শাটার !

নাই কোন মিডিয়া
নাই কোন চামচিকা চামার
সবাই ব্যস্ত
যে যার মতো
পোয়াতি কুকুরটা কি মৃত্যু পেল?
জান্নাতি?
না,
দোযখি?
ঈশ্বর ভালো জানেন।

১৫ মে ২১।




মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০২১ রাত ১:৪৩

জটিল ভাই বলেছেন: গভীরতা অনেক..... ছুটে চলুন অবিরাম..........

১৬ ই মে, ২০২১ রাত ৩:২০

স্প্যানকড বলেছেন: ইন শা আল্লাহ। দোয়া করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।

২| ১৬ ই মে, ২০২১ রাত ২:৫৩

রাজীব নুর বলেছেন: ঈশ্বর যে কি জানেন সেটাই আমি বুঝি না। যদি সত্যিই জানেন তাহলে এরকম হওয়ার কথা না।

১৬ ই মে, ২০২১ রাত ৩:২৩

স্প্যানকড বলেছেন: ঈশ্বর সব জানেন তবে রহস্য বেশী পছন্দ করেন। সেই রহস্য তালাশ করা আমাদের কর্ম। ভালো থাকুন, সুস্থ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.