নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

উনারা ভেরি ভেরি হাই অফিসিয়াল !

২৫ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৪২

ছবি নেট ।

একটা সময় ছিল চোর সম্প্রদায় শরীরে তেল জাতীয় পিচ্ছিল জিনিস মেখে তারপর মাটি খুঁড়ে চুরি কার্যক্রম চালাত। এই কর্ম করার আগেই তারা এসে ঘরের চারপাশ ভালো করে দেখে নিয়ে যেত। একটা থ্রিলিং ব্যাপার স্যাপার ছিল!কারণ চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না খায় ধরা।

এ সম্প্রদায়ের আরেকটু উঁচু শ্রেণী হলো ডাকাত। এক সময় এরা খুব নায়ক এর মতন কাম কাইজ করতে পছন্দ করা শুরু করল। যেমন যার বাড়িতে হানা দিবে তাকে সোজা চিঠি দিয়ে জানিয়ে দিত। অমুক দিন অমুক তারিখে আসছি! ভাবা যায় কত বড় বুকের পাটা! যেহেতু এরা চিঠি লিখে আসত তারমানে এরা শিক্ষিত শ্রেণীর মধ্যে পড়ে।

একবার আমার নানাকে এমন চিঠি দেয়া হয়েছিল।নানা সবাই কে সাবধান হতে বলল আর ভয়েও ছিল কারণ যদি এরা গুলি করে জীবন নিয়ে নেয় তাহলে কি হবে?

এর চেয়ে ভালো কম মুল্যবান জিনিস ঘরে রেখে দামী বলতে স্বর্নের জিনিস ব্যাংকে রেখে দেয়া বুদ্ধিমান এর কাজ। নানা তাই করেছিলেন। সে সময় যোগাযোগ এত ভালো ছিল না। আর থানায় এমন একটা উড়ো চিঠি নিয়ে গেলে থানার বড় কর্তা হেসে উড়িয়ে দিবেন।সাহায্যের বদলে হাসি তামাশা করবে।

ডাকাতদল ঠিকই এসেছিল। আমাদের সাদাকালো টিভি আর কিছু টাকা পয়সা নিয়ে গেছিল।নানাকে শাসিয়ে কিছু চড় থাপ্পড় দিয়ে ছেড়ে দিয়েছিল। পরে ফাঁস হয়েছিল আমার এক পরিচিত আত্মীয় এই ডাকাতির সাথে জড়িত ছিল।

এই চোর, ডাকাত সম্প্রদায়ের মান ইজ্জত ধুলায় লুটিয়ে দিল যখন জাতির পিতা বললেন " আমার কম্বলখানি কোথায়? "

এরা ভেরি ভেরি হাই অফিসিয়াল সম্প্রদায়! তারা বিলেত থেকে ডিগ্রী নিয়ে আসে। নামের আগে পিছে বহু কিছু বহন করে। ফটফট ইংলিশ বলে। টিভি, রেডিওতে বিশেষ দিনে বিশেষ অতিথি হয়ে আসে।

এদেরকে আরও এক ধাপ উন্নত জীবনের ব্যবস্থা করে দিতে রাইফেল জিয়া এগিয়ে এলেন। জাতির পিতা স্ব পরিবারে নিহত হওয়ার পরে।

রাইফেল জিয়া শুধু চোর ডাকাত দলে নেননি নিয়েছেন কালেমা চোর, নারী লোভী, ধর্ষণ, হত্যার মতন ভয়ানক অপরাধের সাথে জড়িত তাদের। যারা এ দেশ এর চেনা গাদ্দার!

এর পর আর এ সম্প্রদায়ের পিছনে ফিরে তাকাতে হয়নি। সগৌরবে এগিয়ে গেছে। মুখের লোম বড় করে মাথায় টুপি লাগিয়ে। ধর্মের নামে অধর্ম বিলিয়ে।

এরশাদ আসল।সে অবশ্য এদের কাউরে তেমন গুতাগুতি করেন নি।উনি গুতাগুতি করেছেন জিনাত মোশাররফ আরও অন্য জায়গায়। যাক মৃত ব্যাক্তি নিয়া বেশী কিছু বলা ঠিক না।

এর পর আফোঁস হীন একজন এলেন এরশাদ পতনের পর। তিনি তাঁর স্বামীর সহচরীদের বুকে টেনে নিলেন থুক্কু ভুল হইয়া গেছে মানে দলে টেনে নিলেন।

এই টানাটানি তে তাঁর ছেলে ততদিনে তাগরা জওয়ান হয়ে গেছে। তিনি হাওয়ায় থেকে হাওয়া হয়ে যোগ দিলেন।

জাতিকে বিদ্যুৎ এর বদলে খাম্বা উপহার দিলেন। ২১ এ আগস্ট এর মতন ঘটনা উপহার দিলেন। বাংলা ভাই, ফাকিস্থানি ভাই জন্ম নিল।

জাতি আবেগে কাইন্দা ফেলাইল। সে কান্না লুকাতে কেয়া, নিশো আরও অনেকে সেই পুত্রের ডাইনে বামে লেগে রইলেন। তারা অনেক উদার ছিলেন যে কোন সময় নিজেদের সঁপে দিয়ে নানান উপাধি নিয়ে নিলেন!

এরা গনতন্ত্র প্রতিষ্ঠার নামে হাতিকে জিন্স পড়ানোর চেষ্টা করেছেন মাত্র!

এরপর দিন গড়িয়ে নতুন ভোর জাতির পিতার কন্যার কাছে এলো। এদিকে সেই অফিসিয়াল চোর ডাকাতদের কেউ কেউ লেবাস খুলে মুজিব কোট গতরে তুলে নিলেন।

কয়েকজন কে অবশ্য মাননীয় প্রধানমন্ত্রী খোঁয়ারে ভরেছেন আর ধর্মের নামে অধর্ম প্রচার কারী নেতাদের ঝুলিয়ে দিয়েছেন।

এভাবেই চলছে দেশ। একদিকে হাই অফিসিয়াল চোর ডাকাত!অপর দিকে ধর্মের লেবাস।একটা জগাখিচুরি তে ঠাসা।

মাননীয় প্রধানমন্ত্রী আরও কঠিন সিদ্ধান্ত নেন দয়া করে।

নইলে আমরা হয়তো কোনদিন আর বলতে পারব না

" অতঃপর দেশে শান্তি ফেরত আসিল ! "


মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২১ রাত ৮:০০

আমি সাজিদ বলেছেন: হ্যা হ্যা

কঠিন সিদ্ধান্ত চাই। নিতে হবে।

২৬ শে মে, ২০২১ রাত ১২:০৬

স্প্যানকড বলেছেন: হুম, কঠিন সিদ্ধান্ত চাই ! ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

২| ২৫ শে মে, ২০২১ রাত ৮:২৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অত্যন্ত প্রয়োজনীয় ও সময়োপযোগী পোস্ট।
সমস্যা হচ্ছে উনাদের (হাই অফিসিয়াল ডাকাত অথবা ঠগি) জনসংখ্যার এতই প্রবৃদ্ধি ঘটেছে বাংলাদেশে যে এর নিয়ন্ত্রণ করার জন্য উন্নতমানের জন্মনিয়ন্ত্রণ সামগ্রী প্রয়োজন। দুর্ভাগ্যক্রমে এই বিষয়ে পরিকল্পনা অধিদপ্তরের যথেষ্ট জনবল নেই বা থাকলেও তারা চরম অদক্ষ । =p~ আর এদের জন্মের পর নিধন করতে 'দুদক' নামক সংস্থাটিও ব্যার্থ হচ্ছে।
এক মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে নিয়ন্ত্রণ করবেন লক্ষ কোটি 'চাঁটার' দলকে ?

২৬ শে মে, ২০২১ রাত ১২:১২

স্প্যানকড বলেছেন: এরা লিংগ-আবরক বিস্ফোরণ এর ফসল। এদের শিকড় উপরে ফেলা আসলে অনেক কঠিন হয়ে পড়েছে। দুদক কি করছে জানি না এদের নাম শুনলে মনে আসে Do dog. ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

৩| ২৫ শে মে, ২০২১ রাত ৮:৩৮

আমি সাজিদ বলেছেন: দেশের সব মানুষই খারাপ আর একজন ফেরেশতা তাই না স্বামী ভাই?

৪| ২৫ শে মে, ২০২১ রাত ৯:২০

কামাল১৮ বলেছেন: সুন্দর ধারা বর্ননা।কোথাও কোন অতিরঞ্জন নেই।কোন কিছু বাদও যায় নাই।অল্প কথায় অনেক কিছু লিখেছেন।

২৬ শে মে, ২০২১ রাত ১২:১৪

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ! ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

৫| ২৬ শে মে, ২০২১ রাত ১২:৪৬

রাজীব নুর বলেছেন: সরকারের উচিত দুদককে কড়া করে বলে দেওয়া প্রতিদিন কমপক্ষে একজন করে হলেও দূর্নীতিবাজ ধরতে হবে। তা না হলে তোমাদের চাকরি নট।

৬| ২৬ শে মে, ২০২১ রাত ২:০৪

স্প্যানকড বলেছেন: পুর্ন স্বাধীনতা দিতে হবে নো হাংকি পাংকি! ভালো থাকবেন।

৭| ২৬ শে মে, ২০২১ ভোর ৬:১০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: @আমি সাজিদ:
আমার কমেন্টে কোথায় আমি বললাম দেশের সব মানুষ খারাপ? দেশে ভালো মানুষ না থাকলে চোর-ডাকাত-ঠগি গোষ্ঠী কাদের মাথা ভেঙে কাঁঠাল খাচ্ছে ?

দেশে এখনো কিছু সৎ সরকারি কর্মচারী কর্মকর্তা আছে বলেই এই দেশটা টিকে আছে। কিন্তু এর সংখ্যা সময়ের সাথে সাথে কমছে - আশঙ্কাজনকভাবেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.