নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

উজানে যাই, যাই ভাটায়, সখিবিনে দেহ মন টাটায় !

২৭ শে মে, ২০২১ রাত ১২:৪৭

প্রতিদিন আর ভালো লাগে না। সেই হামাস আর ইসরায়েল! কোভিড ১৯!

তাই আজকা অন্য কিসিম এর জিনিস লইয়া শার্টার খুলতে আইলাম।

অবশ্য আমি এগুলা কে জিনিস না, জিনিয়াস কিছু বলতে চাই। আপনারা পছন্দ ভী করবার পারেন আবার অপছন্দ! মাগার একখান কথা আমাগো দেশে না শুধু। উন্নত দেশেও এগুলান আছে। আপনার চোখ খান খোলা রাইখা এদিক সেদিক তাকালে পাইয়া যাবেন।

এখানে সাহিত্য পাবেন, প্রতিবাদ পাবেন, দ্রোহের কথা পাবেন।কি নাই এতে সব ঢেলে দেয়া হয়েছে।খালি লইবেন আর লইবেন। আমি জ্ঞ্যানের কথা কইছি! আপনি মিয়া কি ভাবছেন?

আচ্ছা, প্যাঁচানি ঘুড়ান্তি বাদ দিয়া সোজা রাস্তায় চলেন হাঁটি। হাঁটার কথা মনে হতে একটা গান মনে পড়ল।

" তুমি যে আছ তাই
আমি পথে হেঁটে যাই,
হেঁটে হেঁটে
বহুদূর যেতে চাই ! "

আসলে আমি আমাদের দেশের দেয়াল লিখনের কথা বলছি। আজকে গুগল মামুরে দিয়া তেমন কিছু সংগ্রহ করলাম। বেশী লইলে এবং দিলে পেট খারাপ বমি বমি ভাব হতে পারে। তবে আপনাদের নিরাশ করি নাই। পুরা জান জিগর লাগাই দিছি এই কামে! তো চলেন শুরু করি।



















কি বুঝলেন? বেশী বুঝার কাম নাই। সুস্থ থাকেন চাপ কমাইয়া চলতে থাকেন =p~

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০২১ রাত ২:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ সংগ্রহ। ২ নাম্বারটা সবচেয়ে ভালো লাগছে।
আমার সংগ্রহে কিছু আছে, আমি নিজেই এগুলির ছবি তুলেছি।

২| ২৭ শে মে, ২০২১ রাত ৩:৫৫

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, একদিন আমাদের দেখার সুযোগ করে দিন দয়া করে। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

৩| ২৭ শে মে, ২০২১ ভোর ৪:৪৪

ইফতেখার ভূইয়া বলেছেন: দ্বিতীয়টা জটিল হইছে! B-)

২৭ শে মে, ২০২১ সকাল ১০:১০

স্প্যানকড বলেছেন: হ ঠিকই কইছেন ! ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

৪| ২৭ শে মে, ২০২১ সকাল ৯:৩৯

কামাল১৮ বলেছেন: সুবোধ তুই পালিয়ে যা!
অনেক দুঃখে বলেছে এই কথাটা।

২৭ শে মে, ২০২১ সকাল ১০:১১

স্প্যানকড বলেছেন: হুম, দেশে বহু সুবোধ আছে। অনেকের সে বোধ নেই। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

৫| ২৭ শে মে, ২০২১ সকাল ১১:২৭

পদ্মপুকুর বলেছেন: আপনার কনটেন্টগুলো সবসময়ই আলাদা, চমকপ্রদ। ব্লগে দেয়াললিখনী নিয়ে দুটো লেখার লিংক দিলাম, দেখতে পারেন।
১. ব্লগার নান্দনিক নন্দীনির লেখা
২. আমার লেখা

২৭ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:২৭

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, পদ্ম পুকুর। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

৬| ২৭ শে মে, ২০২১ দুপুর ১:২৩

শেরজা তপন বলেছেন: বেশ তো - মজা পেলাম :``>>

২৭ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:২৭

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

৭| ২৭ শে মে, ২০২১ দুপুর ১:৩১

জটিল ভাই বলেছেন:
শেষেরটা সেই ছিলো!

২৭ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:২৮

স্প্যানকড বলেছেন: হুম, ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

৮| ২৭ শে মে, ২০২১ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: গ্রাফিতি গুলো সেই রকম।

২৭ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:২৯

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.