![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
সখি গো
আছি ইসে
আছি বিষে
তুমি কিসে?
সখি গো,
গত রাতের চন্দন সুবাস মোম
গলে নিথর প্রাণ
পুরো রাত নড়াচড়া করা
জানালার পর্দা
তাও চুপচাপ।
সখি গো
এসো কাছে
ভেংগে সকল নীরবতা
আছি চুমুতে
কামড়ে
দংশনে
তুমি কিসে?
সখি গো,
বেলা গড়ায়
আঁধারে সব ঢাকা
তুমি ছাড়া
ঘুরে না জীবন চাকা
গোটা আমি ফাকা
সমস্ত জীবন মিছে
চলছি কষ্ট পিষে পিষে।
২ জুন ২১।
২| ০৩ রা জুন, ২০২১ রাত ১২:২৬
স্প্যানকড বলেছেন: জটিল বাদ! ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।
সখি গো
মন ভালো না
এসে কাছে
হাল ধরনা।
উড়ি ঘুরি
মাতাল হই
তুমি বিনে
ভালা কেমনে রই?
এমন হইলে কিমুন হইত? প্রথম লাইন আপনার।
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০২১ রাত ১১:২৬
জটিল ভাই বলেছেন:

সখিগো, আমার মন ভালো না!- টাইপের গান হলে মন্দ হতোনা
খুব সুন্দর হয়েছে