নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
এই যে তুমি,
ম্যাসেজ ইনবক্স
চেক করে
লাজে হাসো
সে হাসির দাম লক্ষ কোটি।
এই যে আমি,
ফোন দিলে
চুপিসারে বলো ;
আস্তে!
বাবা খুব কাছে
ঐ আস্তে বলা
বুকে ধরায় হাজার কাঁপুনি।
এই যে আমি,
যাই লিখি
প্রতিটা শব্দ চয়নে
মিশে তুমি।
তোমার সেই একই অভিযোগ
" মাথা কি খুব গরম?
শরম কর শরম! "
আমার ও
পুরনো জবাব
গরম তুমি
গরম আমি
বরফ গলা গলছি
বুকে এসে দাও ঝাঁপ!
২ জুন ২১।
০৩ রা জুন, ২০২১ রাত ৩:২৭
স্প্যানকড বলেছেন: যেই গরম পড়ছে কি যে বলেন আপু ! ধন্যবাদ মন্তব্যের জন্য।
২| ০৩ রা জুন, ২০২১ রাত ১:২৯
শায়মা বলেছেন: আরেকটা কথা
এটলাস্ট দৌড়ায় ধরতে পেরেছো......
সাইকেল ভ্রমন নিয়ে কাব্য লেখো এইবার .....
০৩ রা জুন, ২০২১ রাত ৩:২৯
স্প্যানকড বলেছেন: হুম কথা মন্দ কন নাই।
" সাইকেল চালায় মরদ
ঘামে ভিজে শেষ
প্রেয়সীর দাবি
আরেকটু চড়াও
লাগছে বড্ড বেশ ! "
নেন ক্ষুদ্র চেষ্টা করলাম। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।
৩| ০৩ রা জুন, ২০২১ সকাল ১০:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা সুন্দর লেকেন আপনার ছবিগুলোতে কোনো রসকষ নাই
কেমন জানি নিরামিষ
পাথর
ইট রড সিমেন্ট এর মত লাগে
০৩ রা জুন, ২০২১ বিকাল ৪:২৪
স্প্যানকড বলেছেন: এইডা আপু কি কইলেন? রস নাই আয় হায় এহন উপায়? আচ্ছা! উপায় বাইর করমু নে। দিন কাল যাচ্ছে না ভালো তাই মনে হয় রসের কমতি চলছে। ঠিক হয়ে যাবে ইন শা আল্লাহ। করোনার কিক টা কমলে। ধন্যবাদ কবিতা পড়ার জন্য। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।
৪| ০৩ রা জুন, ২০২১ দুপুর ২:৩৩
শায়মা বলেছেন: ইয়াক থু
কবিতার মাঝে আবার ঘাম টাম কেনো??
বসন্তের ফুরফুরা বাতাসে নো ঘামাঘামি কবিতা লেখো এইবার .....
০৩ রা জুন, ২০২১ বিকাল ৪:৩৪
স্প্যানকড বলেছেন: আপু আপনি কি মনে করেছেন বুঝলাম না। আমি কিন্তু অন্যকিছু বলি নাই। এই গরমে বসন্তের হাওয়া কই পামু? সাইকেলে তো এসি নাই আর রাজধানীতে দূষিত বাতাস যাতে পোড়া মবিল, ডিজেল, পেট্রোল আরও কত কি! তারপর এখন কাঁঠাল পাকা গরম না ঘেমে উপায় নাই। বাস্তব কিছু মিলাইছিলাম আর কি। যাক আপনি ভালোভাবে নেননি বুঝলাম। সে যাই হোক ভালো থাকবেন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ!
৫| ০৩ রা জুন, ২০২১ রাত ১১:০৪
শায়মা বলেছেন: তাইলে বৃষ্টিতে ভিজায় গোসল করায় দাও ভাইয়া।
এখন তো বর্ষা এসে গেলো .......
ঘাম গরম কিছুই থাকবে না ..... সব পরিষ্কার......
০৩ রা জুন, ২০২১ রাত ১১:৩১
স্প্যানকড বলেছেন: হা হা হা..... তাতেও সমস্যা বেঁধে আছে। বৃষ্টি জলে নাগরিক জীবন নাকাল ! সম্পুর্ণ পরিষ্কার এ জগতে কোথাও নেই আপু। খালি দেখবেন ভেজাল আর ক্যাঁচাল। সে যাই হোক, ভালো থাকবেন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ !
©somewhere in net ltd.
১| ০৩ রা জুন, ২০২১ রাত ১:২৮
শায়মা বলেছেন: হা হা বরফ গলা
আর তারপর ঝাঁপ.....
প্রেম কাব্য দেখে
তবুও মজার কাব্য হয়েছে।
বই বের করে এই সব অন্যস্টাইল কাব্য নিয়ে ......