নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

ঘুমিয়ে ঘুমিয়ে সুদিন দেখি !

০৪ ঠা জুন, ২০২১ রাত ১:০০

ছবি নেট ।

ঘুমিয়ে ঘুমিয়ে
মেলা স্বপ্ন বুনি আমি
যার মধ্যমনি তুমি
কখনো জড়িয়ে রাখি
কখনো আদর বিনিময়
চুমু, কামড় উজার করে
আনন্দ সুখে ভাসি।

ঘুমিয়ে ঘুমিয়ে
মেলা দূর
মেলা পথ হাঁটি
ক্লান্তি ভর করে
ঘাম ঝরে দেদারসে
পকেট হাতরে খোঁজে ফিরি
দিয়াশলাই বিড়ি।

ঘুমিয়ে ঘুমিয়ে
শ্লোগান, মিছিল দেখি
ছোট বড় মাঝারি
ঠেকিয়ে ফেলি
বুলেট, চড়, লাত্থি
মুছে ফেলি
নোনা জল
রক্ত বমি।

ঘুমিয়ে ঘুমিয়ে
পৃষ্ঠার পর পৃষ্ঠা
সংশোধন করে চলি
অদল বদল হয় দৃশ্য
সত্য জেনে ফেলি
সব শালায় ভিখারি! 

পাশ বদল হয় আমার
যেমন টা করেছে
আসহাবে কাহাব!
বদল হয় না ঘুম
বদল হয় না স্বপন
টেনে ধরে কে যেন
যার মুখ হয় না দর্শন! 

ঘুমিয়ে ঘুমিয়ে
আমি
তোমার হয়ে পড়ি
চার চোখ
চার ঠোঁট
কত সুদিন দেখি
তুমি রাধা
আমি কৃষ্ণ হয়ে ঘুরি।

৩ জুন ২১।


মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০২১ রাত ১:০৯

চাঁদগাজী বলেছেন:


ঘুমের মাঝে বিশ্ব জয়।

০৪ ঠা জুন, ২০২১ রাত ১:১২

স্প্যানকড বলেছেন: আবার জিগায় ! গরীব এর একমাত্র সহায় সম্বল ! ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

২| ০৪ ঠা জুন, ২০২১ রাত ১:২৪

চাঁদগাজী বলেছেন:




ঘুমের মাঝে গৃহহীন বেহেশতে থাকার সুযোগ পায়।

০৪ ঠা জুন, ২০২১ রাত ১:৩৩

স্প্যানকড বলেছেন: হুম, অনেকটা সেইরম ফিলিং! ঘুমে অন্তত একটা জিনিস ঘটে পাপ কার্যক্রম তেমন হয় না বলা চলে। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

৩| ০৪ ঠা জুন, ২০২১ রাত ১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ‌।

০৪ ঠা জুন, ২০২১ ভোর ৪:০৮

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.