| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্প্যানকড
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট৷।
পুরো শহর আজ বৃষ্টিতে ভিজে
আমি শুকনাই আছি
এলে তুমি
ভিজব এক সাথে
এক ছাদে।
এ শহর আজ বৃষ্টিতে
পলিশ করা
পিচ্ছিল খুব
আমি জেগে আছি
তুমি এলেই
তোমাতে দিব ডুব।
আজ বৃষ্টিতে
মন উতলা
প্রেম রসে
যাবে বেলা।
দুঃখ বেদনা পোষা ছিল
যা যতনে
অমুলক ভাবনা
যা ছিল এলেবেলে
মুছে যাবে
ধুঁয়ে যাবে
এক হলকা আগুন
গোটা আমায় গিলে
তুমি এলে
তুমি এলে।
৪ জুন ২১।
©somewhere in net ltd.