নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

ইয়াক থু !

০৫ ই জুন, ২০২১ রাত ৮:৫২

খাজুরাহো মন্দির।

ছবি দেখেই লাফ দিয়ে উইঠেন না। মাথা ঠান্ডা রাখুন। আজকের আলাপ শ্লীল অশ্লীল কি? চলেন যাওয়া যাক মুখ্য বিষয়ে।

শ্লীল অশ্লীল এর সঠিক সংগা আজ পর্যন্ত হয়তো কেউ সঠিক দিতে পারেনি। আপনার মতে শ্লীল অশ্লীল এর মানে কি? অনেকে বলবেন, সোজা বাংলায় যাহা সবার সম্মুখে প্রকাশ করা যায় না বা বলা যায় না এমন কিছু।তাই তো!

এখন আমরা তৃতীয় বিশ্বের মানুষ কতটা ইহা মেইনটেইন করে চলি বলেন তো? আচ্ছা, প্রশ্ন বাদ দেই। চলেন উন্নত বিশ্ব থেকে ঘুরে আসি।

শিল্প সংস্কৃতির জন্য দুনিয়া জুড়ে ফরাসি দের অনেক খ্যাতি নামযশ। মানেন আর না মানেন। তা আপনি যদি কখনো সেখানে যান বা সে দেশের রাজধানী প্যারিসে যান। আপনি শিল্প সংস্কৃতি মনা মানুষ হলে অবশ্যই ভিঞ্চির বিখ্যাত আর্ট মোনালিসা কে দেখতে যাবেন।
তাই নয় কি?

আর সেই লুভর মিউজিয়াম থেকে সোজা হেঁটে যদি প্যারিস গেট বরাবর আসতে থাকেন। দুই ধারে বিশাল বাগান পাবেন। এই বাগানের দুই ধারে বা বাগানে পাবেন নানান ধরনের নারী মুর্তি। যারা পুরো উদোম ন্যাংটো!

এখন আপনি কি এই শিল্প কর্মগুলিকে অশ্লীলতার সংগায় ফেলবেন? ইয়াক থু বলবেন? এইতো গেলো পশ্চিমা দেশ।

পাশের দেশ ভারতের খাজুরাহো মন্দিরে গেলে দেখতে পাবেন পুরা কামসূত্রের ছবি! অথবা খোলাখুলি চলে শিব লিংগের পুজা। এটাকে আপনি কি দিয়ে সংগায়িত করবেন?

এখন বাঙালি আমরা কিন্তু প্রথম দেখায় হোঁচট খেয়ে যাব। ভাবব ছিঃ! কি নোংরা! অসভ্য! ইয়াক থু তাই নয় কি?

এজন্য আমাদের দেশের মুর্তির গায়ে জামা কাপড় দিতে হয় এমন কি রোবটের গায়ে উড়না!

তাহলে আমরা কি পশ্চিমা দের মতন অত উদার হতে পারি নাই? অত সংস্কৃতি মনা হতে পারি নাই?

এবার আসি লিখালিখি কবি সাহিত্যিক দের বেলায় পাশের দেশ ভারত এর বর্তমানের ক্রেজ " শীজাত" । যিনি নানা পদকে ভূষিত হয়ে আছেন।

তাঁর " এখন ও "কবিতার শেষ লাইন এমন

" তোমার কথা ভাবলে আজও পুরুষাঙ্গ শক্ত হয়ে ওঠে "

এখন আপনি তাঁরে খিস্তি দিবেন? তাঁর খিল্লি উড়াবেন?কবি নামের কলংক বলবেন? অশ্লীল বলবেন? কি বলবেন?

এবার আসি আমাদের দেশের প্রথম সারির প্রতিষ্ঠিত কবি নির্মলেন্দু গুনের কবিতায়। চলেন আগে পড়ি

" রান্নাঘর থেকে টেনে এনে স্তনগুচ্ছে চুমু খাও তাকে,

বাথরুমে ভেজানো দরোজা ঠেলে অনায়াসে ঢুকে যাও-

সে যেখানে নগ্ন দেহে গানার্র্থেই তৈরি হয়ে আছে

আলোকিত দুপুরের কাছে-, মনে রেখো,

তোমার রাত্রি নেই, অন্ধকার বলে কিছু নেই।

বিবাহিত মানুষের কিছু নেই একমাত্র যত্রতত্র স্ত্রীশয্যা ছাড়া। "

এই গেল একটা এখন আরেকটা দেখি,


" যেমন প্রত্যহ মানুষ ঘরের দরোজা খুলেই

দেখে নেয় সবকিছু ঠিক আছে কিনা, তেমনি প্রত্যহ

শাড়ির দরোজা খুলে স্ত্রীকেও উলঙ্গ করে

দেখে নিতে হয়, ভালো করে দেখে নিতে হয়:

-জঙ্ঘায়, নিতম্বে কিংবা সংরক্ষিত যোনির ভিতরে

অপরের কামনার কোনো কিছু চিহ্ন আছে কিনা। "

পড়ছেন তো ভালো করে। এখন তাঁকেও কি অশ্লীল চটি লেখক বা অসভ্য বলবেন? ইয়াক থু বলবেন? তিনি কিন্তু পদক প্রাপ্ত প্রথম সারির কবি।

আমার কাছে অশ্লীল তো লাগে " শিশু শ্রম " যেখানে নেতাদের গাড়ির পেট্রোল পোড়ানোর টাকায় ওদের সংসার চলে যেতে পারতো তাই নয় কি?

কোটি টাকার নিয়নের নীচে একজন বেশ্যার খদ্দের এর জন্য দীর্ঘ দিন রাত অপেক্ষা করা তাই নয় কি?

একজন ঘুষখোর, সুদখোর যারা দিন দুপুরে লুটে যাচ্ছে তাই নয় কি?

পারবেন ইয়াক থু বলে এসব বদলে দিতে? পারবেন? না, সে ক্ষমতা আমাদের কারো নাই।

আমরা ব্লগে, ফেসবুকে মুমিন আউওলিয়া হয়ে বসে আছি। আর ইয়াক থু বলে তৃপ্তির ঢেকুর তুলে চলছি।

শেষ করছি আমার কিছু লাইন দিয়ে

" সাইকেল চালায় মরদ
ঘামে ভিজে শেষ
প্রেয়সীর দাবি
আরেকটু চড়াও
লাগছে বড্ড বেশ ! "

ইহা কি শ্রীজাত বা নির্মলেন্দু গুনের চেয়ে অশ্লীল? এখানে অশ্লীলতা কোনখানে দয়া করে যদি বলিতেন?










মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০২১ রাত ৯:২৪

শাহ আজিজ বলেছেন: বাহ বাহ ওয়াও । খাজুরাহো দেখলাম ঘণ্টা কয়েক নিবিড়ভাবে , উদ্দাম উচ্ছল তারুন্য ছিল ৮২ তে অঙ্গের উত্থান তো হবেই । :P

০৫ ই জুন, ২০২১ রাত ৯:৪৬

স্প্যানকড বলেছেন: বড় ভাই কি যে বলেন? লইজ্জা লাগে.... ভালো থাকবেন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।

২| ০৫ ই জুন, ২০২১ রাত ১০:১৯

রানার ব্লগ বলেছেন: ইয়াক থু যারা বলেন তাদের উদ্দেশ্যে বলি ১৮ শতকের বাংলার রমনীগন উর্ধাঙ্গে কপড় পরতে পারতেন না। তারাই কিন্তু আমার আপনার পুর্বপুরুষ।

০৬ ই জুন, ২০২১ রাত ২:৩২

স্প্যানকড বলেছেন: হুম, ঘটনা সত্য! ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

৩| ০৫ ই জুন, ২০২১ রাত ১১:২১

জটিল ভাই বলেছেন:
ইয়াক্ থু...... উঁহ গন্ধ.........কি অশ্লীল!!!

০৬ ই জুন, ২০২১ রাত ২:৩৩

স্প্যানকড বলেছেন: নাক ঢেকে রাখেন পারলে চোখ!

৪| ০৫ ই জুন, ২০২১ রাত ১১:৫৯

কামাল১৮ বলেছেন: শিল্প সাহিত্যের এই দিকটা নিয়ে অনেক বিতর্ক আছে।একদল বলে শিল্পের জন্য শিল্প,অন্যদল বলে মানুষের জন্য শিল্প।পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে।যে যেভাবে নেয়।তবে ধর্মীয় বিবেচনা কোন ধর্তব্যের মধ্যেই পড়ে না।

৫| ০৬ ই জুন, ২০২১ রাত ২:৩৬

স্প্যানকড বলেছেন: হুম, বুঝলাম ! ভালো থাকবেন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।

৬| ০৬ ই জুন, ২০২১ সকাল ১০:২২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমি ইয়াক থু, অশ্লীল বা নোংরা কোটিই বলবোনা। আমার প্রশ্ন হলো - সমস্ত শিল্পকর্মই কি নগ্ন নারীদেহ কেন্দ্রীক? নাকি নগ্ন নারীদেহে সমস্ত শিল্পকর্ম পুঞ্জিভুত?

০৬ ই জুন, ২০২১ সকাল ১১:৩৫

স্প্যানকড বলেছেন: নগ্ন নারী দেহে সমস্ত শিল্পকর্ম পুঞ্জীভূত ! আমার একান্ত মতামত। অন্যরা আরও ভালো বলতে পারবে। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

৭| ০৬ ই জুন, ২০২১ দুপুর ১২:৪২

বৃষ্টি'র জল বলেছেন: ছোটবেলায় পারিবারিক, সামাজিক ইত্যাদি মাধ্যমে আমাদের ভেতর কিছু ভাবনা বা শিক্ষা ইনপুট করে দেয়া হয়। যা জল পট্টির মত লাগিয়ে মানুষ বেড়ে উঠতে থাকে। অনেকের ই বয়স হতে হতে সেই জলপট্টি খুলে ফেলে, নিজের ভাবনা, চিন্তার দৃষ্টিভঙ্গির বিকাশ নিজেই বদলান। আর কেউ আঁকড়ে ধরে আরো গোঁড়া হন।
মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তার বিকাশ যে কোন সময় যে কোন বয়সে হতে পারে বলে মনে করি এটা তার নিজের মধ্যকার ব্যাপার। আমাকে আমার পরিবার বা বিদ্যালয়, আশপাশের সমাজ যেমন করে শিখিয়েছিল আমি একটা সময় পর্যন্ত তা ই মেনেছি। কিন্তু পরবর্তিতে তাদের শেখানো, বোঝানো অনেক কিছুই আমার ভুল মনে হয়েছে।

স্নাতকে আর্ট এবং ডিজাইন নিয়ে পড়াশুনার ফলে নগ্ন দেহ নিয়ে কাজ করা হয়েছে। এখনও আমি নিজের মনে যখন লাইন আর্ট করতে যাই আমি যুগল, প্রেম ইত্যাদিকে কে বেছে নেই আমার মনের ভাব প্রকাশের জন্য। আমি শিল্প ছাড়া কিছু দেখিনা আসলে। ধর্ম আর শিল্প নিয়ে তর্ক থাকতে পারে কিন্তু আমি এদের কখনো এক করতে আগ্রহী নই আর ব্যক্তিগত ভাবে আমি তর্ক বিতর্ক পছন্দ করিনা।
যদিও ইতি মধ্যে আমাকে দু' একজন জিজ্ঞেস করেছেন কেন আমি অশ্লিল জিনিস ড্রয়িং করি? কিন্তু আমি আমার কাজে শিল্প আর নিজের আবেগ কে ই খুঁজে পাই।

ভাল লিখেছেন, আপনার যে সব বিষয়ে "ইয়াক থু" বলতে ইচ্ছে হয় আমারো সে সকল কিছুতে থু থু দিতে ইচ্ছে হয়।

শুভ কামনা

০৬ ই জুন, ২০২১ দুপুর ২:৩৫

স্প্যানকড বলেছেন: হুম, ধন্যবাদ। অনেক কিছু বলেছেন এক কথায় চমতকার! ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

৮| ০৬ ই জুন, ২০২১ দুপুর ১:১৬

পুকু বলেছেন: এক কথায় দারুন।আপনার দৃষ্টিতঙ্গির প্রসংসা করতেই হবে।

০৬ ই জুন, ২০২১ দুপুর ২:৩৬

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.