নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

মানুষ হও যতটা পারো !

১৬ ই জুন, ২০২১ বিকাল ৫:১২

ছবি নেট ।

তোমার চোখ
খুব ভালো করে
ঢুকে পড়ে
সালোয়ার, ব্লাউজ, শাড়ির ভেতর
বারবার দেখতে চায়
কোন টাইপের ব্রা পড়া
কতটা পাতলা প্যান্টি!

জানতে চায়
রঙ কি
লাল, সাদা, কালো
না,
বাহারি
সাইজ কি
ছোট, বড়
না,
মাঝারী।
ছিঃ!
তবে কি তুমি মানুষ নও
রক্তে, কোষে গড়া যন্ত্র ?
তোমার দৃষ্টি কেন হয়ে যায়
রঞ্জন রশ্মি !

দিব্যি প্রতিদিন
ভালো মানুষী করে বেড়াচ্ছ
খাচ্ছ, ঘুমাচ্ছ
গায়ে গতরে
কত দামী কাপড় চোপড়
সুগন্ধি আতর
এই সেমিনার
সেই কাজ ঐ কাজ 
কত মানব সেবা
কত দৌড়ঝাঁপ
নীতি কথার আলাপ
দিন শেষে
হিসেব কষে বের করি
তুমি একটা যন্ত্র!

তোমার আংগুল নানান বাহানায়
ছুঁয়ে চলে
কলিগ এর কাঁদ, হাত
ভীড়ে টিপে ধরে
নিতম্ব, স্তন !
সুযোগ এর অভাবে
নিতে পারছ না বাহুডোরে
অথবা
কোন ফাইভ স্টার হোটেলের
শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে
বলছি,
মন দিয়ে কর কর্নপাত
ওসব ভন্ডামি ছাড়ো
মানুষ হও
যতটা পারো।

আচ্ছা,
তোমার চোখ এত গভীরে চলে যায়
এত এত গভীরে
তোমার ভেতর
কখনো দেখতে চায় না
জানতে চায় না
নারী মানে কি?

নারী বলতে কি ভেবে নাও
তিন কোণা
ঝুলন্ত দুটি গোলাকার
নরম মাংস পিন্ড!
প্রশ্ন করো নিজেকে
করো দীর্ঘ সময় হাতে নিয়ে
যতটা পারো।

একজন নারী
সে ও
একলা ভিজে চলে বৃষ্টি জলে
টক, মিষ্টি, ঝাল আচারে
কড়া রোদ্দুরে স্বপ্ন বুনে
চার দেয়াল
একটা ছাদ
লাল নীল সংসার 
দখিনা হাওয়ায়
তার ও আঁচল উড়ে।

গুন গুন করে গায় গান
হাসে, কাঁদে
সময় অসময়ে থাকে পাশে
বহু মাস
সে ও পেটে রাখে সন্তান।

দেখ,
তোমার মাকে
সে ও নারী
যিনি তোমার জান্নাত
সর্বদা শুভাকাঙ্ক্ষী
প্রার্থনা উপাসনায়
তোমার নাম জপে
তোমার স্ত্রী, বান্ধবী
সে ও নারী
পারবে
এদের শুধু
মাংস পিন্ড ভাবতে? 
পারবে এতটা নীচ হতে?

কিসের এত বড়াই?
ইশ্বর তোমাকে
কয়েক ইঞ্চি
একটা মাংস দন্ড দিয়েছেন বলে !
মন দিয়ে শোন,
সেই দন্ডের দোহাই
মানুষ হও
যতটা পারো ।


১৬ জুন ২১।



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:১২

বিবাগী শাকিল বলেছেন: বারুদ ছিল এটা। খুব ভালো লেগেছে। শেষের অংশটা বেশি চমৎকার।

১৬ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:০৯

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, বিবাগী শাকিল আপনাকে। আপনি যে কষ্ট করে সময় বের করে পড়েছেন। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

২| ১৬ ই জুন, ২০২১ রাত ৯:৪৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: সমাজের চিত্র ভেসে উঠেছে...

১৬ ই জুন, ২০২১ রাত ১০:৪০

স্প্যানকড বলেছেন: লাভ নাই সমাজ নষ্টদের হাতে! আমার গীত আমি গাইয়া যাই। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.