নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
গুড়িগুড়ি থেকে
ভারী বর্ষণ
ভিজে চলেছি আমি
কেউ বলছে,
আহ! কি সুখ
কেউ তুলছে সেলফি
হাঁড়িতে খিচুড়ি
গরুর গোস্ত
সাথে দেশি ঘি।
টেনে ধরছে কেউ কাঁথা
আলো আঁধারে ঘষাঘষি
রোমান্টিক ছবি গোটা একটা
তুমি সখি
আমি সখা
হরদম মাস্তি।
গুড়িগুড়ি থেকে ভারী বর্ষণ
ভিজে চলেছি আমি
এইবার থামবি
খানকির পোলা!
আইজকা খেপ কম
বন্ধ আছে চুলা
দারুন সব খিস্তি ।
১৯ জুন ২১ ।
১৯ শে জুন, ২০২১ রাত ৯:৩৯
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।
©somewhere in net ltd.
১| ১৯ শে জুন, ২০২১ রাত ৮:৫৬
মিরোরডডল বলেছেন:
বৃষ্টি নিয়ে কি সুন্দর একটা কবিতা পড়ছিলাম ।
শেষ প্যারায় এসে যেনো একটা ধাক্কা খেলাম ।
স্প্যানকড এর লেখায় কি যেনো একটা আছে ।
ইউনিক !