নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

মিথ্যে কল্পলোক !

২০ শে জুন, ২০২১ রাত ৩:১৯

ছবি নেট ।

মগজের ভেতর
নারী তুমি
বসে আছ
লেপটে আছ
শুয়ে আছ
উপুর, চিত কাত সব ভাবে
তা কবে থেক আছ?

খুঁজতে যেয়ে উত্তর পেলাম
যেদিন চুমু খেলাম জোর করে
যেদিন তোমার বুকের সাথে
একটানা ঘেঁষে গেলাম আমার বুক
যেদিন তুমি চড় দিলে
বললে,
অসভ্য ছোট লোক!

কে তবে ভদ্রলোক? 
তিনবার কবুল
প্রতিরাতে তোমাতে মশগুল!
নিজস্ব অফিস,
গাড়ী, বড় বাড়ি
লোকের রক্তচুষে
তোমার নিপলে
যে রাখে ঠোঁট!

মগজ টা কে শান্ত করতে বেরিয়ে পড়ি
একটা ঠান্ডা বিয়ার
তপ্ত রোদ
পুড়তে থাকি আস্তে আস্তে
হিসেব মিলাতে
আমজনতা ব্যস্ত খুব।

ল্যাংড়া কুকুর দৃষ্টি লুকায়
যেমন টা তুমি
খরখরে বুড়ো পাতে হাত 
কিছু ঘর এখনো নড়বড়ে
মজবুত নয় 
যেমন টা তুমি।

বহু দিনের দক্ষ হাত
এক নাগারে ঘঁষে চলে
লাখ টাকার লটারি।
ঠ্যাং ছড়ায়
থলথলে শরীর
কাম রসে নেই কোন শোক
সংবিধানের পাতা থুতু দিয়ে
উলটে দেখি
মিথ্যে কল্পলোক!

১৯ জুন ২১ ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০২১ সকাল ৯:৫৫

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর অনুভব

২০ শে জুন, ২০২১ দুপুর ১২:২৮

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.